ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামাল-ব্রাদার্স ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:০২, ১১ ডিসেম্বর ২০১৬

জামাল-ব্রাদার্স ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ কদিন বিরতির পর আবারও মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে’র খেলা। ঢাকায় শনিবার থেকে শুরু হয় উনবিংশ রাউন্ডের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবের মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। নিষ্প্রাণ এই খেলায় কেউ জেতেনি, আবার হারেওনি। হয় গোলশূন্য ড্র। উল্লেখ্য, প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল জামাল-ব্রাদার্সের। তিনবারের লীগ চ্যাম্পিয়ন জামাল জিতেছিল ৫-৪ গোলে। কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও এই ড্রতে শিরোপা জেতার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেল জামালের। নিজেদের উনবিংশ ম্যাচে এটা তাদের পঞ্চম ড্র। ৩০ পয়েন্ট নিয়ে আগের তৃতীয় স্থানেই আছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা দু’বারের লীগ শিরোপাধারী ব্রাদার্স ইউনিয়নের নবম ড্র। ২৪ পয়েন্ট নিয়ে তারাও আছে আগের ষষ্ঠ স্থানে। প্রথমার্ধে একাধিক আক্রমণ রচনা করেছিল ‘বেঙ্গল ইয়োলোস’ শেখ জামাল। ৭ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন ব্রাদার্সের ফরোয়ার্ড মান্নাফ রাব্বি। তবে সতীর্থদের উদ্দেশে বল বাড়িয়ে দিলেও কেউ বক্সে বল আয়ত্তে নিতে পারেননি। ১০ মিনিটে এনকোচার চমৎকার ব্যাকহিল বক্সে পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু। তবে জামালকে ভালমতোই প্রতিহত করে গোপীবাগের দল এবং ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ইউনিয়ন। ফলে অনেক চেষ্টা করেও কাক্সিক্ষত গোলের সন্ধান পায়নি জামাল। তবে এগিয়ে যেতে পারেনি ব্রাদার্স ইউনিয়নও। ফলে গোলশূন্য থেকেই বিশ্রামে যায় দু’দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলার চেষ্টা করে দুই দল। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় কেউ গোল করতে পারেনি। তবে খুব ভালভাবেই বল বিপদমুক্ত করে ব্রাদার্সের রক্ষণ। ওয়েডসন চলে যাওয়াতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে জামালের ফরোয়ার্ড লাইন। ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচে তার অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে শেখ জামাল। পক্ষান্তরে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ জামালকে রুখে দেয়ার জন্য কৃতিত্ব পেতেই পারেন সৈয়দ নইমউদ্দিন। তার শিষ্যরা ভালমতোই পালন করেছেন সেই দায়িত্ব। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেই মাঠ ছেড়েছে দুই দল।
×