ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিডনি পৌঁছেছেন মুশফিকরা

অস্ট্রেলিয়া গেলেন মাশরাফিরা

প্রকাশিত: ০৬:০১, ১১ ডিসেম্বর ২০১৬

অস্ট্রেলিয়া গেলেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এজন্য শনিবার অস্ট্রেলিয়ায় গেলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবালরা। দ্বিতীয় ও শেষ ধাপে তারা অস্ট্রেলিয়ায় গেলেন। এরআগে বৃহস্পতিবার মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেও গেছেন তারা। অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন ও শুভাগত হোম। শনিবার গেছেন মাশরাফি, সাকিব, তামিম, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তানভির হায়দার ও মেহেদী মারুফ। প্রথম ধাপে ১৩ ক্রিকেটার ও দ্বিতীয় ও শেষ ধাপে ১০ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় গেছেন। অস্ট্রেলিয়ায় নয়দিনের ক্যাম্প হবে। পারফর্মেন্স যেন নিউজিল্যান্ডের কন্ডিশনে ঠিক থাকে, এজন্য অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচও আছে। ১৪ ও ১৬ ডিসেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ টুর্নামেন্ট বিগব্যাশের দল বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরআগে সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচগুলো শেষে ১৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়বে বাংলাদেশ ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে গিয়ে ২৬ ডিসেম্বর থেকে মূল সিরিজে খেলতে নামবে মাশরাফি, মুশফিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতে ওয়ানডে সিরিজ হবে। ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ৩, ৬ ও ৮ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। সবার শেষে হবে টেস্ট সিরিজ। ১২ জানুয়ারি প্রথম ও ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডে গিয়ে বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাতেও জোর দিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন। বোলিংয়ে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন। এখন ব্যাটিংয়েও প্রমাণ করার পালা। মিরাজ সেই দিকেই মনোযোগী। শনিবার দেশ ছাড়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছেন, ‘আমার নিজের কাছেই খারাপ লাগে যখন ব্যাটিংয়ে রান না করি। যখন রান করি তখন খুব আত্মবিশ্বাসী মনে হয়। সবাই আমার বোলিং দেখেছে। আশাকরি ব্যাটিংয়েও চেষ্টা থাকবে সর্বোচ্চ দেয়ার জন্য।’ এজন্য নিজ দল রাজশাহী কিংসে খেলা নিউজিল্যান্ড ব্যাটসম্যান জেমস ফ্রাঙ্কলিনের কাছ থেকে প্রয়োজনীয় টিপসও নিয়েছেন মিরাজ। নিজেই বলেছেন, ‘ওর (ফ্রাঙ্কলিন) কাছ থেকে অনেক তথ্য নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কি করলে ভাল কিছু করতে পারব সেই ধারণা নিয়েছি। ফ্রাঙ্কলিন আমাকে সবরকম সহযোগিতা করেছে, টিপস দিয়েছে ওই কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে পারলে ভাল কিছু করতে পারব।’ সঙ্গে যোগ করেন ‘সবসময়ই আলোচনা করেছি ফ্রাঙ্কলিনের সাথে। তারপরও আমাদের টিমের কোচ আছেন। সিনিয়র ক্রিকেটাররা আছেন। তাদের সাথেও সবসময় আলোচনা করব অস্ট্রেলিয়ায় গিয়ে। আমি মনে করি নিজেকে তৈরি করতে পারব।’
×