ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন বিশ্বরেকর্ড চ্যাড লি ক্লসের

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে লৌহমানবী হসজুর পঞ্চম স্বর্ণ

প্রকাশিত: ০৫:৫৯, ১১ ডিসেম্বর ২০১৬

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে লৌহমানবী হসজুর পঞ্চম স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১২ সালের লন্ডন অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ছিল সারাবিশ্বের জন্য বড় চমক। সাঁতার সম্রাট মাইকেল ফেলপসকে হারিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ১৯ বছর বয়সী তরুণ চ্যাড লি ক্লস। কিন্তু এবার রিও ডি জেনিরো অলিম্পিকে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু কানাডার উইন্ডসরে চলমান বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপসে ঝড় তুলেছেন বর্তমানে ২৪ বছর বয়সী এ সাঁতারু। ১০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের গড়া আগের বিশ্বরেকর্ড ভেঙ্গে দিয়ে স্বর্ণ জিতেছেন। এ আসরের শুরুতেই তিনি ২০০ মিটার ফ্লাইয়ে স্বর্ণ জিতে অভিযান শুরু করেছিলেন। অপরদিকে মহিলাদের সাঁতারে হাঙ্গেরির ‘লৌহমানবী’ খেতাব পাওয়া কাতিঙ্কা হসজু তার সাফল্য ধরে রেখেছেন। ১০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছেন তিনি। চলতি আসরে এ নিয়ে ৫টি সোনা জয় করলেন ২৭ বছর বয়সী এ হাঙ্গেরিয়ান বিস্ময়। চলমান বিশ্ব সাঁতারে প্রথম থেকেই জলপরী হিসেবে নিজেকে উত্থাপন করতে শুরু করেছেন হসজু। এবার রিও অলিম্পিকে অতীতের ব্যর্থতা কাটিয়ে তিনটি স্বর্ণপদক জয় করেছিলেন হসজু। হাঙ্গেরির জাতীয় সাঁতারে প্রায় সবগুলো ইভেন্টের রেকর্ড তার দখলে। ইউরোপিয়ান আসরেও অনেকগুলো রেকর্ড গড়ে বরাবরই স্বর্ণালী সাফল্য পেয়েছেন। সফলতা ছিল বিশ্ব আসরেও। কিন্তু সেই সাফল্যগুলো কাজে আসেনি মর্যাদার অলিম্পিকে। লন্ডন অলিম্পিকে ব্যর্থ হয়েছিলেন সবার প্রত্যাশাকে হতাশায় রূপান্তর করে। কিন্তু এবার রিও অলিম্পিকে নিজেকে মেলে ধরেছিলেন। জিতেছিলেন ৩টি স্বর্ণ। সেই সাফল্যটা বিশ্ব আসরেও ধরে রেখেছেন। ২০০ মিটার বাটারফ্লাই, ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছিলেন। এবার ১০০ মিটার ব্যক্তিগত মিডলের স্বর্ণও জিতলেন আইরন লেডি হসজু। তিনি সময় নিয়েছেন ৫৭.২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। ৫৭.৯৭ সেকেন্ড সময় নিয়ে পেছনে থেকে অস্ট্রেলিয়ার এমিলি সিবম রৌপ্য, ৫৮.০৪ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার আলিয়া এ্যাটকিনসন ব্রোঞ্জ জয় করেন। হসজু ছাড়া মেয়েদের ইভেন্টে আর কারও দিকে নজর ছিল না এদিন। দিনের প্রতিযোগিতায় সব মনোযোগ একাই কেড়ে নিয়েছেন চ্যাড লি ক্লস। লন্ডন অলিম্পিকে চমক দেখান এ তরুণ রিও অলিম্পিকে ছিলেন কপর্দকশূন্য। কিন্তু উইন্ডসরের পুলে নেমে দুরন্ত হয়ে উঠেছেন আবার। নিজের প্রথম ইভেন্ট ২০০ মিটার ফ্লাইয়ে স্বর্ণ জিতে শুরু করেছিলেন। এবার ১০০ মিটার ফ্লাইয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে জিতলেন। চ্যাড ক্লস সময় নেন ৪৮.০৮ সেকেন্ড। এরআগে ২০১৪ সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব সাঁতারে পূর্বের বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি নিজেই। সেবার সময় নিয়েছিলেন ৪৮.৪৪ সেকেন্ড। এবার ০.৩৬ সেকেন্ড কম সময় নিয়েছেন। ৪৯.০৪ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের টম শিল্ডস রৌপ্য এবং অস্ট্রেলিয়ার ডেভিড মরগান ৪৯.৩১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে অবশ্য হসজু পারেননি। যুক্তরাষ্ট্রের লিয়াহ স্মিথ ৮ মিনিট ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। রিও অলিম্পিকে তিনি ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জার্মানির মারকো কচতুন চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়ে ২ মিনিট ০১.২১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার ব্রিটানি এমসলি ৫১.৮১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। পুরুষদের ১০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১৭ বছর বয়সী মার্কিন কিশোর মাইকেল এন্ড্রু ৫১.৮৪ সেকেন্ডে শেষ করে স্বর্ণ জিতে চমক দিয়েছেন।
×