ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক নাটক ‘দেয়াল’

প্রকাশিত: ০৪:০০, ১১ ডিসেম্বর ২০১৬

ধারাবাহিক নাটক ‘দেয়াল’

স্টাফ রিপোর্টার ॥ আজহারুল ইসলামের রচনা এবং মাইনুল ইসলাম খোকনের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘দেয়াল’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনন করেছেন- শহিদ আলমগীর, সানজিদা তন্ময়, আ খ ম হাসান, আরসা মানস মুক্তি, রফিকউল্লাহ সেলিম, বসন্ত শাকিলা, শেলি আহসান, আব্দুল্লাহ রানা, আজহারুল ইসলাম প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, বংশ পরিচয়ে গ্রামের এক চোর হামদু সহজ-সরল মানুষ। তার বাবা চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা যায়। বেঁচে থাকার আর কোন উপায় না দেখে স্ত্রী-সন্তানের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন যোগাড় করতে সে চুরিকে পেশা হিসেবে বেছে নেয়। কিন্তু হামদু গ্রামের আর আট-দশটা লোকের মতো সৎপথে থেকে ভাল মানুষের মতো বাঁচতে চেয়েছিল। এলাকার সবাই হামদুকে ঘৃণার চোখে দেখলেও সাবেক চেয়ারম্যান আলফাজের একমাত্র ছেলে সাগর হামদুকে বন্ধুর মতো বুকে টেনে নেয়। সাগর হামদুকে চুরি ছেড়ে দিয়ে সৎপথে টাকা রুজি করার পরামর্শ দেয়। সাগর, হামদুর স্ত্রী আর সন্তানের অনুরোধে হামদু চুরি করা ছেড়ে দেয়। সাগর হামদুকে একটি ভ্যানগাড়ি কিনে দেয়। শুরু হয় হামদুর নতুন জীবনের পথচলা। এদিকে ভ্যানগাড়ি চালিয়ে হামদু তার স্ত্রী-সন্তানকে নিয়ে ভালভাবেই চলতে থাকে। ঘটনাচক্রে মাজেদ মাস্টার তার মেয়েকে তিন মাস পর দেখতে আসে। এই তিন মাসে রীনার বাবা যৌতুকের বাকি টাকা যোগাড় করতে পারেনি। যৌতুকের টাকা না পেয়ে রাগে-ক্ষোভে অগ্নিমূর্তি ধারণ করে অর্থলোভী, কৃপণ আলফাজ চেয়ারম্যান। যৌতুকের টাকা না পেয়ে রীনাকে তিনি তার বাবার সঙ্গে পাঠিয়ে দেন। রীনার বাবা বলে যান, যেদিন যৌতুকের সমস্ত টাকা যোগাড় করতে পারবেন সেদিনই মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবেন। স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কের মাঝখানে যৌতুক হয়ে ওঠে দেয়াল। এদিকে স্ত্রীকে ছাড়া সাগরের একেকটা দিন যেন একেকটা বছর। রীনাও তার স্বামীর শূন্যতা অনুভব করে সব সময়। দিন যত যেতে থাকে সাগর আর রীনা ততই হতাশায় নিমজ্জিত হতে থাকে। সাগর বিষয়টি হামদুর কাছে শেয়ার করলে হামদু বলে তোমার এই বিপদের সময় আমি যদি চুপ করে বসে থাকি তাহলে আমি হব অকৃতজ্ঞ-বেইমান। হামদু কি পারবে সমস্ত বাধার দেয়াল ভেঙ্গে স্বামী-স্ত্রীর মিলন ঘটাতে? প্রমাণ করতে পারবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই? প্রমাণ করতে পারবে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধূর সম্পর্কের মাঝখানে যৌতুক দেয়াল হতে পারে না?
×