ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিলনের ‘এক অন্তরের ভালবাসা’

প্রকাশিত: ০৩:৫৮, ১১ ডিসেম্বর ২০১৬

মিলনের ‘এক অন্তরের ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে অত্যন্ত সম্ভাবনাময় শিল্পী মোহাম্মদ মিলন। সুরকার হিসেবেও নিয়মিত কাজ করছেন তিনি। তাঁর সুরে গেয়েছেন কুমার বিশ্বজিৎ, দিলরুবা খান, ন্যান্সি, ইমরানসহ অনেক জনপ্রিয় শিল্পী। আধুনিক গানের পাশাপাশি ফোক গান করেও প্রশংসা কুড়িয়েছেন এ তরুণ। মিলনের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘সখি ভালবাসা কারে কয়’, ‘চুপিচুপি’, ‘ডানাকাটা পরী’, ‘একটু একটু করে তুমি’ অন্যতম। এবার রবিউল ইসলাম জীবনের তিন গানের একটি ইপি এ্যালবাম করেছেন মিলন। এ্যালবামের নাম ‘এক অন্তরের ভালবাসা’। গানগুলোর শিরোনাম ‘এক অন্তরের ভালবাসা’, ‘আষাঢ় শ্রাবণ’ এবং ‘মন পাখি’। সবগুলোর গানেরই সুর করেছেন গায়ক মিলন নিজে। সঙ্গীতায়োজনে এমএমপি রনি। সিডি চয়েসের ব্যানারে কিছুদিনের মধ্যে এ্যালবামটি বাজারে আসবে। এ প্রসঙ্গে মিলন বলেন, ফোক গানের প্রতি আমার অন্যরকম এক টান। আমাদের শ্রোতারা মেলোডি সুরই বেশি পছন্দ করেন। আর তাই গানগুলো তৈরিতে মেলোডিকে প্রাধান্য দিয়েছি। রবিউল ইসলাম জীবন ভাইয়ের কথা, এমএমপি রনির সঙ্গীত সব মিলিয়ে ভাল একটি কাজ হয়েছে। আশা করি গানগুলো সবাই পছন্দ করবেন। সিডি চয়েসের কর্ণধার জহিরল ইসলাম সোহেল বলেন, এই এ্যালবামের গানগুলো শুনে শ্রোতারা নতুন এক মিলনকে আবিষ্কার করতে পারবেন। এ্যালবামের পতিটি গান দর্শকদের হৃদয়কে নাড়া দেবে বলে আমার বিশ্বাস। সুরের জাদুকর ও শিল্পী মিলন এই এ্যালবাম দিয়ে একজন পরিপূর্ণ ফোক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করল। আমার পক্ষ থেকে মিলনের জন্য অনেক শুভ কামনা।
×