ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশ কনস্টেবলসহ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৬, ১১ ডিসেম্বর ২০১৬

পুলিশ কনস্টেবলসহ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কেরানীগঞ্জে পুলিশ কনস্টেবল নীলফামারিতে স্কুলছাত্রী ও শাহজাহদপুরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর কেরানীগঞ্জ ॥ বুড়িগঙ্গা ২য় সেতুর (চীনমৈত্রী সেতু) উপর থেকে শনিবার বিকেলে সাদ্দাম হোসেন (৩০) নামে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই হান্নান মিয়া জানান, সেতুর মাঝামাঝি অজ্ঞাত হিসেবে সাদ্দাম হোসেনের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল সাদা রংয়ের সোয়েটার ও রঙ্গিন ট্রাউজার। পকেটে থাকা কাগজপত্র যাচাইবাছাই করে জানা যায় তিনি পুলিশের কনস্টেবল। রাজারবাগে কর্মরত ছিলেন। তার কং নং ৩২৪৮৪। নিহতের বাবার নাম সেরাজুল খান ও মায়ের নাম সাবেরা বেগম। মুন্সীগঞ্জ সদরের ব্রজযোগনিয়া এলাকায় তার বাড়ি। নীলফামারী ॥ জান্নাতি বেগম (১৫) নামের নবম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি তাঁতিপাড়া গ্রাম হতে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। জান্নাতি ওই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ও ডোমারের সরলা বিদ্যা নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী। শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শনিবার সকালে পর স্বস্তাবাদ গ্রাম থেকে হেলেনা পারভীন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বস্তাবাদ গ্রামের মুসা মোল্লার ছেলে কোরবানের সঙ্গে বিয়ে হয় উল্লাপাড়ার চন্ডিপুর গ্রামের হেলেনা পারভীনের। তাদের সংসারে ২টি সন্তানেরও জন্ম হয় । হঠাৎ দেড় বছর পূর্বে কোরবান পাশের বাড়ির মলিনা খাতুনকে আবার বিয়ে করায় অশান্তি শুরু হয়। এর এক পর্যায়ে ২য় স্ত্রী মলিনাকে এক বিঘা জমি লিখে দিলে দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করে। ২য় স্ত্রীর সঙ্গেও কোরবানের দ্বন্দ্ব শুরু হলে ২য় স্ত্রীর পরিবারের লোকজন কোরবানকে মারতে বেপরোয়া হয়ে উঠে। মলিনা তার আত্মীয় স্বজন ও দলবল নিয়ে বড় বৌ ও কোরবানকে মারপিট করলে হামলাকারীদের ফালার আঘাতে হেলেনার মৃত্যু হয়। এদিকে কোরবান গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
×