ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে ফিরল আট শিশু কিশোর

প্রকাশিত: ০৩:৫৫, ১১ ডিসেম্বর ২০১৬

দেশে ফিরল আট শিশু কিশোর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অনুপ্রবেশের অভিযোগে ভারতের দক্ষিণ দিনাজপুরের ‘বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোম’-এর হেফাজতে থাকা বাংলাদেশের আট শিশু-কিশোর অবশেষে দেশে ফিরেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ও ভারতের হিলি চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠায় ভারতের হিলি অভিবাসন চেকপোস্ট পুলিশের মাধ্যমে বালুরঘাট শুভায়ণ অবজারভেশন কর্তৃপক্ষ। তাদের গ্রহণ করে হিলি অভিবাসন চেকপোস্ট পুলিশ। চেকপোস্টে উপস্থিত ছিলেন- বিজিবি, বিএসএফ ছাড়াও বালুরঘাট শুভায়ণ হোমের এবং চাইল্ড লাইনের কর্মকর্তারা। ফেরত শিশু-কিশোররা হলো- দিনাজপুরের কাহারোল উপজেলার মিত্রবাটির উমর আলীর ছেলে সোহেল রানা ও আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান এবং একই উপজেলার সুন্দদৈল গ্রামের রাধাকান্ত রায়ের ছেলে অমৃত চন্দ্র রায়, দিলবাবু রায়ের ছেলে গৌতম রায়, আব্দুর রাজ্জাকের ছেলে আজিজুল ইসলাম, নাসির উদ্দীনের ছেলে সজুন আলী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রামচান্দুয়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া হিন্দুপাড়ার মতিয়ার রহমানের ছেলে জোবায়েদ হোসেন। হিলি চেকপোস্ট পুলিশের ওসি রফিকুজ্জামান জানান, ফেরত শিশু-কিশোররা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে গিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই সেখানে এক থেকে দেড় বছর হেফাজতে থেকে দেশে ফিরে এসেছে। খাদ্য সামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঘূর্ণিঝড় নাডার প্রভাবে নিখোঁজ জেলে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। তিনি বলেন, হারিয়ে যাওয়া জেলেদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে জেলা প্রশাসন। ইতোমধ্যে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক আলী হোসেন। ভুলের মাসুল ! নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ ডিসেম্বর ॥ ভুল করে বিষ খেয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খালিয়াজুরি উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী পূর্বপাড়া গ্রামে। ওই স্কুলছাত্রীর নাম সালমা আক্তার (১২)। সে বল্লী গ্রামের ইউসুফ আলীর মেয়ে। খালিয়াজুরি থানার ওসি শওকত আলী জানান, সালমা আক্তার শুক্রবার রাতে ভুল করে কৃমির ওষুধের বদলে ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে। এতে বিষক্রিয়ায় রাতেই তার মৃত্যু হয়।
×