ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কথিত চুরির দায়ে দুই শিশুকে নির্যাতন ॥ আটক ২

প্রকাশিত: ০৩:৫৩, ১১ ডিসেম্বর ২০১৬

কথিত চুরির দায়ে দুই শিশুকে নির্যাতন ॥ আটক ২

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ মাধবপুর পৌর শহরে মোবাইল চুরির কথিত অভিযোগ তুলে দুই শিশুকে ঘর থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। মারপিটের কবল থেকে রক্ষা করতে গিয়ে এক শিশুর মা ও বোনও পিটুনির শিকার হয়েছে। শনিবার দুপুরে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আহত পিন্টু দেবনাথ (১২) ও বিকাশ দাসকে উদ্ধার করে। এ দুই শিশুকে মারপিট ও নির্যাতনের ঘটনায় পুলিশ কাটিয়ারা গ্রামের ভক্ত রঞ্জন দাসের দুই ছেলে অনন্ত দাস (২৫) ও অতিন্ড দাসকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আহত শিশু পিন্টু দেবনাথের বাবা সুকুমার দেবনাথ বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও নির্যাতিত দুই শিশু জানায়, শুক্রবার রাতে কাটিয়ারা গ্রামে ভক্ত রঞ্জন দাসের ঘর থেকে কে বা কারা মোবাইল ফোন চুরি করে। এই চুরির অপবাদ দিয়ে শনিবার দুপুরে পিন্টু দেবনাথ এবং বিকাশ দাসকে তাদের ঘর থেকে তুলে নিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। এ সময় শিশু পিন্টুকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে মা শেফালী দেবনাথ এগিয়ে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয়। বধ্যভূমিতে আলোকসজ্জা সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১০ ডিসেম্বর ॥ পীরগঞ্জ উপজেলা প্রশাসন শুক্রবার রাতে বধ্য ভূমিতে আলোক সজ্জা করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সময়ে পাকহানাদার বাহিনীর হাতে যেসব মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী শহীদ হয়েছেন তাদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এ কর্মসূচীর আয়োজন করা হয়। পীরগঞ্জের প্রথম শহীদ ও মুক্তিযোদ্ধা আবু ইসহাক এর কবরে আলোক সজ্জা করা সহ বেশ কয়েকটি শহীদ বুদ্ধিজীবীর কবরে আলোক সজ্জা করা হয়। রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তি করা হয়। ওই সময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ডিসেম্বর ॥ শনিবার ধামইরহাটে স্বেচ্ছাসেবক সংগঠন ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ধামইরহাট ইউপির স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে চক্ষু শিবির অনুষ্ঠানে চোখের বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও অপারেশন কার্যক্রম পরিচালনা করেন, খঞ্জনপুর মিশন চক্ষু হেল্থ ও সার্ভিস হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মানুয়েল পাল্স। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক সংগঠনের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, সম্পাদক অতুল কুমার বর্মণ, সহ-সভাপতি এটিএম বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
×