ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল বন বিভাগ

অধিকাংশ অস্ত্র থানায় ॥ ব্যাহত বন তদারকি

প্রকাশিত: ০৩:৫৩, ১১ ডিসেম্বর ২০১৬

অধিকাংশ অস্ত্র থানায় ॥ ব্যাহত বন তদারকি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ ডিসেম্বর ॥ টাঙ্গাইল বন বিভাগ তাদের ১২৬ আগ্নেয়াস্ত্রের মধ্যে মাত্র ১৫টি ব্যবহার করতে পারছে। বাকি আগ্নেয়াস্ত্র জমা পড়ে আছে পুলিশ লাইন ও থানার অস্ত্রাগারে। এতে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের তদারকি ও বনজসম্পদ রক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশিক্ষিত জনবলের অভাব, অস্ত্র রাখার নিরাপদ জায়গা না থাকা ও অকেজো অস্ত্র মেরামত না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। জেলা বন বিভাগ সূত্র জানায়, চারটি উপজেলা মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে মোট ১ লাখ ২২ হাজার একর বনভূমি রয়েছে। এই বিশাল এলাকার বনজসম্পদ ও ভূমি রক্ষার জন্য বনরক্ষী ও বন কর্মকর্তারা নিয়মিত টহল দেন। যথাযথভাবে টহল দেয়ার জন্য বন বিভাগের ১২৬টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে ১৬ চায়নিজ রাইফেল, ২০টি এসএলআর, ৬৭টি থ্রি নট থ্রি রাইফেল ও ২৩টি বন্দুক। কিন্তু এত অস্ত্রের মধ্যে মাত্র ৮টি চায়নিজ রাইফেল, ৬টি থ্রি নট থ্রি রাইফেল ও একটি বন্দুক বন বিভাগ ব্যবহার করতে পারছে। বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, আগ্নেয়াস্ত্র চালানোর মতো প্রশিক্ষিত বনরক্ষীর অভাব রয়েছে। বেশির ভাগ বিট কার্যালয় প্রত্যন্ত এলাকায় অবস্থিত ও জরাজীর্ণ। এসব কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিরাপদে রাখার ব্যবস্থা নেই। মাঠ পর্যায়ে কর্মরত একাধিক বনরক্ষী বলেন, অস্ত্র সঙ্গে না থাকায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। অস্ত্র ছাড়া দস্যুদের বাধা দিতে গেলে পাল্টা আক্রমণের শিকার হতে হয়। বড় ধরনের কোন দখল বা দস্যুতার ঘটনা ঘটলে অস্ত্রের অভাবে বনরক্ষীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন না। জঙ্গী বিরোধী সাংবাদিকতায় সম্মাননা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহান বিজয় উৎসব উপলক্ষে সাংবাদিক আবদুশ শহীদ (মরণোত্তর), এটিএন নিউজ-এ কর্মরত সাংবাদিক মুন্নী সাহা ও ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে শুক্রবার রাতে আয়োজিত ’বিজয় উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম আলম তাদের হাতে ‘সাংবাদিক আবদুশ শহীদ জন্মশতবর্ষ সম্মাননা স্মারক ক্রেস্ট’ তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন। গাজীপুরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাডভোকেট ইস্তেকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ম-লীর সদস্য লিয়াকত চৌধুরী, মিজানুর রহমান মজনু, সেলিম উল্লাহ সরকার প্রমুখ। বন্ধুমহল স্মৃতি সংস্থার পরিবেশিত নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
×