ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫১, ১১ ডিসেম্বর ২০১৬

অ ন্য র ক ম

পাথরের ভাঁজে ভাঁজে বিবর্তন স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত লোচ এ্যাসিন্ট এলাকার বয়স তিন হাজার কোটি বছর। সেখান থেকেই পৃথিবী ও জীববৈচিত্র্যের সূচনা। লোচ এ্যাসিন্টের রাস্তার মহাজাগতিক শিলাতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গোপন রহস্য লুকিয়ে আছে। এসব শিলা বিলিয়ন বিলিয়ন বছরের ধীর ভূ-তাত্ত্বিক প্রক্রিয়া আজকের পৃথিবীর সুন্দর দৃশ্যাবলী তৈরি করেছে। লোচিনভার এলাকার শেষে পশ্চিমে রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে প্রাগৈতিহাসিক শিলা লেওসিয়ান নিসিক তিন হাজার কোটি বছর বয়সী। এ শিলা গঠনের সময়কালে পৃথিবীতে একটিমাত্র জীবন এককোষী অনুজীবের অস্তিত্ব ছিল। এটি স্কটল্যান্ডের গেব্রিস এলাকার গুল্ম আবৃত নিচু বন্ধুর জমিগুলোতে চলমান। -ইন্টারনেট
×