ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কার্টার

আফগান সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫১, ১১ ডিসেম্বর ২০১৬

আফগান সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশটন কার্টার শুক্রবার আফগানিস্তানে এক ঝটিকা সফর করেছেন। তার এ সফরের কথা আগে জানানো হয়নি। সফরকালে তিনি জঙ্গী দমনে আফগানিস্তানের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আফগানিস্তান যেন একটি সার্বভৌম ও নিরাপদ দেশ হিসেবে টিকে থাকতে পারে- সে বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। খবর লস এ্যাঞ্জেলেস টাইমস ও এক্সপ্রেস ট্রিবিউনের। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সংবাদ সম্মেলনকালে কার্টার বলেন, আফগানিস্তানে অন্তত ১০ হাজার সৈন্য যেন থাকে প্রেসিডেন্ট বারাক ওবামা সেটি নিশ্চিত করেছেন। এর ফলে আফগান নিরাপত্তা বাহিনীগুলো দেশের বিভিন্ন এলাকায় জঙ্গী তৎপরতা রুখে দিতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, আফগান নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ২০২০ সাল পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ। বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটি কার্টারের শেষ আফগানিস্তান সফর। আগামী মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে জেনারেল জেমস ম্যাটিস কার্টারের স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। কেবল প্রশিক্ষণ ও সহযোগী হিসেবে ভূমিকা পালনের কথা থাকলে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সৈন্যদের সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সময়ে কম্ব্যাট মিশনে (সম্মুখ সমর) নামতে হয়েছে। কারণ তালেবান ও অন্যান্য জঙ্গী গ্রুপগুলো ফের শক্তি অর্জন করতে শুরু করেছে। পুরো দেশের দুই-তৃতীয়াংশের কিছু কম অংশের ওপর এখন আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এছাড়া আরও ধারণা করা হয় যে, আফগানিস্তানের এক-দশমাংশ স্থান তালেবান ও অন্যান্য জঙ্গী গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তান বিষয়ে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কি হবে, তা স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে গৃহহীন ৪৩ হাজার মানুষ ইন্দোনেশিয়ায় গত বুধবার শক্তিশালী ভূমিকম্পে গৃহহীনের সংখ্যা বেড়ে ৪৩ হাজারে দাঁড়িয়েছে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা দুর্যোগকবলিত এলাকায় যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা জানা গেছে। গত বুধবার আচেহ্ প্রদেশে ৬.৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১শ’ লোক নিহত ও আরও বহু আহত হয়। খবর এএফপি’র। প্রেসিডেন্ট জোকো উইদোদো দুর্গত এলাকার হাসপাতালগুলো পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, বিভিন্ন মানবিক সাহায্য সংস্থা ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পিদি জায়ারের একটি কেন্দ্র থেকে দুর্গতদের সহায়তায় প্রচেষ্টা চালাচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, দুর্গতদের অন্যত্র সরিয়ে নেয়ার সময় অবশ্যই তাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে। পিদি জায়া ও পার্শ্ববর্তী বিরেউয়েন এলাকার প্রায় ২৪৫টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এগুলোর মধ্যে বাড়িঘর, দোকানপাট ও মসজিদ রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে রাস্তায় ফাঁটল সৃষ্টি হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া নগরীর একটি মার্কেটের ব্যাপক ক্ষতি হয়েছে।
×