ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ণবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত ডাচ রাজনীতিক

প্রকাশিত: ০৩:৫০, ১১ ডিসেম্বর ২০১৬

বর্ণবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত ডাচ রাজনীতিক

বর্ণবাদী বৈষম্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন নেদারল্যান্ডসের রাজনীতিক সির্ট ভিল্ডার্স। তবে আমস্টার্ডামের আদালত তাকে কোন শাস্তি দেয়নি। এই রায়কে ‘পাগলামি’ আখ্যা দিয়ে ট্যুইট করেছেন ভিল্ডার্স। তিনি রায়ের বিরুদ্ধে আপীলেরও ঘোষণা দিয়েছেন। ভিল্ডার্সের নেতৃত্বাধীন পার্টি সামনের মার্চে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে রয়েছে। ২০ মাস আগে এক সমাবেশে দেশটিতে থাকা মরক্কোর অধিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। খবর বিবিসির। তিন সপ্তাহের এই বিচারিক কার্যক্রম চলাকালে পুলিশের কাছে হেগ-এ একটি স্থানীয় নির্বাচনী সমাবেশে ভিল্ডার্সের করা ওই মন্তব্যের বিরুদ্ধে ছয় হাজার ৪০০টি অভিযোগ এসেছে। বিচার চলাকালে ডাচ-মরোক্কান অধিবাসীদের কাছ থেকে ভিল্ডার্সের করা মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানিয়েছেন, ‘নিজেদের তৃতীয় শ্রেণীর নাগরিক’ বলে তাদের মনে হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় সির্ট ভিল্ডার্সের রাজনৈতিক ক্যারিয়ার খানিকটা ক্ষতিগ্রস্ত হবে। বিচারকরা জানান, আইনজীবীরা তার কারাদণ্ড কিংবা জরিমানা দাবি করলেও, তাদের বিবেচনায় দোষী সাব্যস্ত করার মধ্য দিয়েই তাকে যথেষ্ট শাস্তি দেয়া গেছে। এর অর্থ ভিল্ডার্সের কারাদণ্ড কিংবা জরিমানা হবে না। মহাকাশের আবর্জনা সরাতে যান প্রেরণ জাপানের পৃথিবীর কক্ষপথ থেকে বিপুল পরিমাণ আবর্জনা সরানোর জন্য পরীক্ষামূলকভাবে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে জাপান। এ্যালুমিনিয়াম ও স্টিলের তার দিয়ে তৈরি প্রায় ৭০০ মিটার লম্বা একটি দড়ির সাহায্যে মহাকাশে থাকা আবর্জনার গতি স্তিমিত করে সেটিকে কক্ষপথ থেকে সরিয়ে দেয়া হবে। খবর এএফপির। মাছ ধরার জাল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানও এ যন্ত্রটি বানাতে সাহায্য করেছে। ধারণা করা হয়, মহাকাশে ১০ কোটিরও বেশি নানা ধরনের আবর্জনা রয়েছে, যার মধ্যে পুরনো স্যাটেলাইটের ফেলে দেয়া যন্ত্রপাতি, রকেট বা স্যাটেলাইটের ছুটে যাওয়া বিভিন্ন ক্ষুদ্র অংশও রয়েছে। এসব বস্তুর অনেকগুলোই পৃথিবীকে কেন্দ্র করে ২৮,০০০ কিমি/ঘণ্টা পর্যন্ত উচ্চগতিতে চলছে এবং যে কোন সময় কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে এগুলোর সংঘর্ষের মাধ্যমে বিশ্বের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ১৯৫৭ সালে সোভিয়েত উৎক্ষেপিত প্রথম স্যাটেলাইট, স্পুটনিক মহাকাশে পাঠানোর পর থেকে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এসব আবর্জনা মহাকাশে জমা হয়েছে। স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ এবং স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্রের পরীক্ষার ফলে এ অবস্থার আরও অবনতি হয়েছে।
×