ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ সাইবার হামলা নিয়ে ওবামার তদন্তের নির্দেশ

‘ট্রাম্পকে জেতাতে সহায়তা করেছে রাশিয়া’

প্রকাশিত: ০৩:৪৯, ১১ ডিসেম্বর ২০১৬

‘ট্রাম্পকে জেতাতে সহায়তা করেছে রাশিয়া’

ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে রাশিয়ার সাইবার হামলা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস বলেছে, এসব ই-মেইলের বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। খবর এএফপি ও ইয়াহু নিউজের। মার্কিন সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে পোস্ট বলেছে, হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শিবিরের চেয়ারম্যানসহ ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি ও অন্যদের হাজার হাজার ই-মেইল হ্যাক করে উইকিলিকসকে দিয়েছিলেন যে মার্কিন কর্মকর্তারা, তাদের সঙ্গে রুশ সরকারের যোগসাজশ ছিল বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা হ্রাস করা এবং ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়িয়ে তোলার জন্য এক অভিযানে নেমেছিল রাশিয়া ও শনাক্ত হওয়া ব্যক্তিরা। মার্কিন এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এখানে রাশিয়ার উদ্দেশ্য ছিল এক প্রার্থীর বিপরীতে অপর প্রার্থীকে সহায়তা করা, ট্রাম্পকে নির্বাচিত করা। এটাই গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন। এটা তাদের সর্বসম্মত মত। গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন সিনেটরদের সামনে বিষয়টি উপস্থাপন করে সিআইএ। ওই কর্মকর্তারাও তখনই বিষয়টি সম্পর্কে অবহিত হন। প্রতিবেদনে বিভিন্ন উৎস থেকে ক্রমবর্ধমান সাক্ষ্য পাওয়ার কথা উল্লেখ করেছে সিআইএ। সিআইএ’র কর্মকর্তারা সিনেটরদের জানিয়েছেন, ট্রাম্পকে নির্বাচিত করা রাশিয়ার উদ্দেশ্য ছিল এটা এখন ‘পরিষ্কার’। যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সারাংশ নিয়ে সিআইএ ওই মূল্যায়নটি প্রস্তুত করে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প বুধবার টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে এসব তথ্য অস্বীকার করেন। এক বিবৃতিতে ট্রাম্পের ট্রানজিশন টিম শুক্রবার জানিয়েছে, মার্কিন নির্বাচনে বিদেশীদের হস্তক্ষেপের কথা বিশ্বাস করেন না ট্রাম্প। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে- এমন তথ্য যারা দিয়েছিল, তারাই এসব তথ্য দিচ্ছে। অক্টোবরে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ডেমোক্র্যাটিক পার্টি বলেছে, হিলারিকে অপদস্থ করার উদ্দেশ্যেই ই-মেইল হ্যাক করার চেষ্টা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ওবামা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তিনি এর তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্র তাদের নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা এবং অখ-তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর। হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেছেন, ওবামার দায়িত্ব শেষ হওয়ার আগেই এ তদন্তকাজ শেষ হবে এবং এর ফলাফল নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেয়া হবে।
×