ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবাবগঞ্জে ১ নারীর আত্মহত্যা

প্রকাশিত: ০২:১৩, ১০ ডিসেম্বর ২০১৬

নবাবগঞ্জে ১ নারীর আত্মহত্যা

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)॥ ঢাকার নবাবগঞ্জে জাসিন্তা গমেজ (৫৫) নামে এক নারী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। পরিবারের দাবী তিনি একজন মানসিক রোগী ছিলেন। শনিবার ভোরের দিকে বসত ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। নিহত নারী উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত নির্মল গমেজের স্ত্রী। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। নিহতের মেয়ে আঁখি গমেজ জানান, মা জাসিন্তা গমেজ দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি দূর্ঘটনায় তার মায়ের পা ভেঙ্গে যায়। এতে সে চলাচল অক্ষম হয়ে পড়েন। শনিবার ভোরের দিকে তার বসত ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠান। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার বলেন, ঐ নারীর গলায় ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে। তার পরিবারের দাবী তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। অধিকতর তদন্তের স্বার্থে লাশ ময়নাতদন্তে প্রেরণ করা হলো।
×