ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে হাসপাতাল থেকে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ মহিলা আটক

প্রকাশিত: ০১:৫৫, ১০ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারে হাসপাতাল থেকে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ মহিলা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরে জামায়াত নেতাদের পরিচালনাধীন আল-ফুয়াদ হাসপাতাল থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ তাছলিমা আকতার নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। মোটা দাগের ইয়াবা উদ্ধার হওয়ার পর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দেয়। শনিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ এ অভিযান চালায়। তাছলিমা উখিয়ার থাইংখালী এলাকার আবদুর রহমানের মেয়ে। অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক (এসআই) মানস বড়ুয়া জানান, ইয়াবা নিয়ে তাছলিমা আল-ফুয়াদ হাসপাতালে অবস্থান করছিল- এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। তার হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ১৬ হাজার ২’শ ইয়াবা পাওয়া গেছে। হাসপাতালের কতিপয় কর্মচারী জামায়াত ক্যাডার হাসপাতালে রোগিকে সেবা দেয়ার আড়ালে ইয়াবা বিক্রি করে চলছে বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শী এক রোগির স্বজন জানান, এক ঘণ্টা আগে একজন লোক এসে তাছলিমাকে ব্যাগটি দিয়ে যায়। তার সঙ্গে হাসপাতালের একজন কর্মচারীও ছিলেন। ইয়াবা ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেয়ার আগেই পুলিশ সেখানে হানা দেয়। এর আগে মেয়েটি নিজেকে রোগির স্বজন বলে পরিচয় দেয়। এদিকে ইয়াবাসহ মেয়েটি পুলিশের হাতে ধরা পড়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল লোকজন পালিয়ে গেছে। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য ডাক্তার শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। মেয়েটির সঙ্গে হাসপাতালের কোনো কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজস থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে ওই মহিলা রোগি নয়, ভূয়া রোগি সেজে ইয়াবা বহন করছিল। ইয়াবাসহ মেয়েটিকে আটকের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন ও ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী।
×