ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বাড়িঘরে সন্ত্রাসীদের হামলা ॥ ৯টি বাড়ি লুট

প্রকাশিত: ০১:৩৯, ১০ ডিসেম্বর ২০১৬

আড়াইহাজারে বাড়িঘরে সন্ত্রাসীদের হামলা ॥ ৯টি বাড়ি লুট

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পুর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে ৯টি বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দিতে কেউ আসেনি বলে পুলিশ পরিদর্শক (তদন্ত) জানায়। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার তেতুই তলা কবি নজলরুল ইসলাম স্কুল এন্ড কলেজের আগুন দেয়ার ঘটনায় স্থানীয় লোকজন ও স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন করাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমাম হোসনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা বাড়ির লোকজনদের উপর হামলা চালায়। এতে ৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মজিবর, আসমত আলী, সেলিম, ঈমান হোসেন, শাহজালাল, আক্তার, দেলোয়ার, সোলায়মান, আবুল কালাম, বাবুল, মোক্তার, আবু ছিদ্দিক খোকন, আরিফ, ইদ্রিছ আলী, আক্রম আলী, রমুজা বিবি, আনার। এদের মধ্যে মজিবর, আসমত আলী ও সেলিমকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে আড়াইহাজার ও সোনারগাঁর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা মজিবর, আসমত আলী, সেলিম, ঈমান হোসেন, শাহজালাল, আক্তার, দেলোয়ার, সোলায়মান, আবুল কালামের বসত ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহত ইমান হোসেন জানান, তার ও তাদের আত্মীয় স্বজনদের ৯টি ঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে । তিনি আরো জানায়, সন্ত্রসীরা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এ হামলা চালায়। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম জানান, ইকবাল ও নুর মোক্তার গ্রুপের মধ্যে একটু ঢিল্লাঢিল্লির ঘটনা ঘটেছে। প্রায় তাদের মধ্যে এ ধরণের ঘটনা ঘটে থাকে। তবে এখনও কেউ মামলা দিতে থানায় আসেনি।
×