ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্যোতিষীর ভুমিকায় পটিয়া থানা পুলিশ!

প্রকাশিত: ০১:৩৪, ১০ ডিসেম্বর ২০১৬

জ্যোতিষীর ভুমিকায় পটিয়া থানা পুলিশ!

বিকাশ চৌধুরী,পটিয়া ॥ অবিশ্বাস্য ও রহস্যজনক! ঘটনা সাজাতে এবার জ্যোতিষীর ভুমিকায় চট্টগ্রামের পটিয়া থানার উপ-পরিদর্শক নাদিম মাহমুদ। চিহ্নিত এক ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে তাকে না পেয়ে ঘরের মালামাল ভাংচুর ও তছনছ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নুরুল আলম প্রকাশ নুরুর বসত ঘরের আলমিরা ভেঙে দ্বিতীয় ড্রয়ার থেকে এসআই নাদিম বের করে আনেন দুই রাউন্ড কার্তুজ। শনিবার বেলা ২টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষ ধরে এনে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ রয়েছে পটিয়া থানা পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন সূতে জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের সিরাজ গাজীর বাড়ির আনু মিয়ার পুত্র নুরুল আলম প্রকাশ নুরু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। অতি সম্প্রতি ইয়াবার একটি বড় চালান সে পাচার করেছে। শনিবার দুপুরে এসআই নাদিম একদল পুলিশ নিয়ে ইয়াবা ব্যবসায়ী নুরুর বাড়িতে অভিযান চালাতে যায়। এসময় নুরুকে না পেলেও তার ও তার দুই ভাইয়ের ঘরের মালামাল ভাংচুর এবং তছনছ করে। এক পর্যায়ে মহিলারা ভয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন জড়ো হয়। পরে পুলিশ অবস্থা বেগতিক দেখে থানায় খবর দিয়ে আরো অতিরিক্ত এক গাড়ি পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায়। নুরুর ভাই দিনমজুর মোঃ করিম বলেন, পুলিশ তল্লাশির নামে তাদের তিন ভাইয়ের বসত ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করেছে। নুরুর স্ত্রী মোছাম্মৎ শাহীনা বলেন, তার স্বামীকে ধরতে গিয়ে তাকে না পেয়ে আলমিরা ভেঙে এক জোড়া স্বর্ণের কানের দোল ও নগদ ১২ হাজার টাকা পুলিশ লুট করেছে। শুধু তা নয় পার্শ্ববর্তী দুই দেবরের ঘরেও ভাংচুর করা হয়েছে। এ ব্যাপারে জানতে পটিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, যার ঘরের আলমিরা তল্লাশি চালিয়ে কার্তুজ পাওয়া গেছে সে একজন ডাকাত। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়েছে। ভাংচুর ও মালামাল লুটের বিষয়টি সঠিক নয়। কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×