ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলীয় সরকারের অধীনে নির্বাচন অগ্রহণযোগ্য হবে: মোশাররফ

প্রকাশিত: ০১:২২, ১০ ডিসেম্বর ২০১৬

দলীয় সরকারের অধীনে নির্বাচন অগ্রহণযোগ্য হবে: মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন কখনোই নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এমন নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ হবে। তাই জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মানবে না। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চেতনায় বাংলাদেশী জাতীয়তাবাদ’ নামক একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে, নির্বাচনকালে সরকারই সব নিয়ন্ত্রন করবে। তাই ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো প্রাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে সার্চ কমিটি গঠন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন দেশের এবং দেশের জনগণের জন্য মঙ্গলজনক। সরকারের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। তারা মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছে। এ সরকার জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের মন থেকে দূরে সরিয়ে রাখার জন্যই জিয়ার মাজার সরানো নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জিয়াউর রহমানের মাজারে হাত দিলে আগুনে হাত পুড়ে যাবে। আয়োজক সংগঠনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু, আয়োজক সংগঠনের নেতা আবদুল্লাহ আল বাকি, ডা. গাজী আব্দুল হক প্রমুখ।
×