ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন: বরিশালে প্রার্থীতা প্রত্যাহার করলেন দুই বিদ্রোহী প্রার্থী

প্রকাশিত: ০০:২৫, ১০ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচন: বরিশালে প্রার্থীতা প্রত্যাহার করলেন দুই বিদ্রোহী প্রার্থী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনের মাঠ থেকে সড়ে দাঁড়িয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থী। দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক। শনিবার সকাল ১০টার দিকে তারা সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের কাছে প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দিয়েছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। একই সাথে তারা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এর আগে শুক্রবার সকালে ঢাকার কলাবাগানস্থ জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবনের প্রার্থীদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওইসভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী এবং সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক তাদের মনোনায়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। অপরদিকে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন সদ্য প্রদত্যাগকারী জেলা প্রশাসক ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ মাইদুল ইসলাম। প্রথম দফায় খান আলতাফ হোসেনকে দলীয় মনোনয়ন দেয়া হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে জাতীয় পার্টি সমর্থিত সাবেক সাংসদ ও বর্তমান আওয়ামীলীগ নেতা মাইদুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়। এ ব্যাপারে এক প্রার্থী ওপর প্রার্থীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বলে দাবী করে যাচ্ছেন।
×