ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাব-রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা সৃষ্টির পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের চরম ভোগান্তি শুরু

প্রকাশিত: ০০:২০, ১০ ডিসেম্বর ২০১৬

সাব-রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা সৃষ্টির পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের চরম ভোগান্তি শুরু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ এক্সট্রা মহরারদের (নকল নবিস) চলমান অনির্দিষ্ট কালের কর্মবিরতির গত নয় দিনে ঈশ্বরদী সাব-রেজিষ্ট্রি অফিসে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ১৪ মাসের বকেয়া বেতন ও বালামের পৃষ্ঠা প্রতি টাকা বৃদ্দির দাবিতে গত ৪ ডিসেম্বর থেকে দেশব্যাপি কর্মবিরতির অংশ হিসাবে ঈশ্বরদী অফিসের ২৪ নকল নবিসও কর্মবিরতি শুরু করে। এতে করে সাব-রেজিষ্ট্রি অফিসের অচলাবস্থা সৃষ্টির পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের চরম ভোগান্তি শুরু হয়। জমি ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে দলিল লেখকদের কাজও বন্ধ হয়েগেছে। জমি বিক্রয় করতে না পেরে অনেকের ছেলে মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই বিদেশে যেতে পারছেনা। রোগাক্রান্ত মানুষরা চিকিৎসা সেবা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়,জমি রেজিষ্ট্রি না হওয়ায় সরকার প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এমনকি জমির ক্রেতারাও দলিলের নকল তুলতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছে। কর্ম বিরতির ফলে ২০১৩ ও ২০১৪ সালে রেজিষ্ট্রি হওয়া জমির দলিরও পেন্ডিং পড়ে যাচ্ছে।
×