ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ প্রত্যাখান করেছে বিএনপি

প্রকাশিত: ২৩:৩১, ১০ ডিসেম্বর ২০১৬

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ প্রত্যাখান করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ দেশে এখন জাতীয় সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ৩৮ ভাগ, বিএনপি শতকরা ৫ ভাগ ভোট পাবে বলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দেয়া জরিপ প্রত্যাখান করেছে বিএনপি। শনিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরিপ প্রত্যাখান করার কথা জানান। জরিপের ফলাফল প্রত্যাখ্যান করে রিজভী বলেন, এ জরিপটি শুধু হাস্যকরই নয়, সত্যের অপলাপ মাত্র। জরিপকারীরা কীভাবে ডাটা, স্ট্যাটিস্টিকস, স্যাম্পলিংসহ তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছেন তা তারাই জানেন। তবে এটা গভীর ষড়যন্ত্রেরই অংশ। তাই বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই। বিএনপি মনে করে, ৫ জানুয়ারির নির্বাচনে দখল ও কেড়ে নেয়া ভোটকেন্দ্রগুলো একতরফা সিল মারার যে তামাশা দেশবাসী দেখেছে, সেই নির্বাচনের সরকারী পরিসংখ্যানটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপের তথ্যের প্রধান উৎস। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, মনির হোসেন প্রমুখ।
×