ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে-আইভী

প্রকাশিত: ২৩:২০, ১০ ডিসেম্বর ২০১৬

নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে-আইভী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ আওয়ামী লীগ দলীয় মেয়র ডা. সেলিনা হায়াত আইভী অভিযোগ করেছেন বার বার সেনাবাহিনী মোতায়েনের কথা তুলে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, গত নির্বাচনে যখন সেনা মোতায়েন দেয়নি তখন আমি বলেছিলাম, জনতাই আমার সেনাবাহিনী। তাহলে কেন গণমাধ্যম বার বার সেনাবাহিনীর কথা তুলে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন? নারায়ণগঞ্জের এই নির্বাচনটাকে আপনারা বির্তকিত করার চেষ্টা করছেন। ইসি যদি প্রয়োজন মনে করে এখানে সেনাবাহিনী কেন, আরো কোনো বাহিনীর প্রয়োজন আছে, ইসি নিয়োগ দেবে। আমি চাই কী, আমরা চাই কী, আমরা সকল প্রার্থী চাই কী-একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি যেটা প্রয়োজন মনে করে সেটা করবে। আমি আবারো আপনাদের মাধ্যমে মিডিয়ার লোকদের বলবো, দয়া করে বির্তকের সৃষ্টি করবেন না। এখানে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা সহ অবস্থানে থেকে কথা বলছি, মানুষ যাকে পছন্দ করবে তাকে বেছে নিবে। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচন বিষয়ে জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মতবিনিময়কারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়, আবাহনী ক্রীড়া চক্রের চেয়ারম্যান হারুনুর রশিদ, জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, জাকির হোসেন, জোবায়ের নিপু প্রমুখ।
×