ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিচারবহির্ভূত হত্যা বন্ধে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৯, ১০ ডিসেম্বর ২০১৬

বিচারবহির্ভূত হত্যা বন্ধে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দেশের কোথাও আইনবহির্ভূত হত্যাকাণ্ড বা অত্যাচারের অভিযোগ পাওয়া গেলে সরকার কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমান সরকার সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে বদ্ধপরিকর। যেখানে এর ব্যত্যয় ঘটবে, সেখানেই সরকার শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করবে।’ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সংবিধান অত্যন্ত মানবাধিকারবান্ধব বলে এ সময় দাবি করেন মন্ত্রী। স্বাধীনতার ২১ বছর পরও দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল— এমন মন্তব্য করে তিনি বলেন, বিনা বিচারে অনেক গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড অবিচারিক অবস্থায় ছিল। এক্ষেত্রে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, জাতীয় চার নেতাকে হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন তিনি। আইনমন্ত্রী বলেন, স্বাধীনতার ২১ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা হয়েছিল। তার বিচার সম্পন্ন হয়েছে। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার ২১ বছর পর মামলা হয়েছিল। এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। মানবাধিকারকে আমরা সম্মান করি। কোনো মানুষের যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সেজন্য সরকার সচেষ্ট রয়েছে। যেখানে অভিযোগে পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। সেমিনারে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।
×