ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্লাস্টিকের নোট আনছে ভারত

প্রকাশিত: ২০:২৩, ১০ ডিসেম্বর ২০১৬

প্লাস্টিকের নোট আনছে ভারত

অনলাইন ডেস্ক ॥ ভারত থেকে কালো টাকা দূর করতে এবার কাগজের বদলে প্লাস্টিকের নোট আনতে চলেছে মোদি সরকার। শুক্রবার ভারতীয় সংসদে দাঁড়িয়ে এই তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। লোকসভায় মন্ত্রী অর্জুন রাম মেঘবল জানালেন, পলিয়েস্টার দিয়ে নোট তৈরির জন্য ইতিমধ্যেই কাঁচামাল কেনা শুরু হয়ে গেছে। মন্ত্রী বলেন, পাঁচ বছর পর্যন্ত এই নোট সম্পূর্ণ ঠিক থাকবে, যা ছেঁড়া তো যাবেই না, নকল করাও যাবে না। শুক্রবার একই কথা জানিয়েছে 'রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া'। তাদের দাবি, শিগগিরই বাজারে আসবে প্লাস্টিকের নোট। এর জন্য প্রস্তুত রিজার্ভ ব্যাংক। নতুন নোট তৈরির কাঁচামালও কেনা শুরু হয়ে গেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, প্লাস্টিকের নোট প্রাথমিকভাবে ভারতের কোচি, মহিশূর, শিমলা, ভুবনেশ্বরের মতো ছাড়া হবে। প্লাস্টিকের নোট চালু রয়েছে বিশ্বের অনেক দেশে। এর মধ্যে রয়েছে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কুয়েত। এমনকি, নেপালেও চালু রয়েছে এই নোট। মুদ্রা বিশেষজ্ঞদের ভাষ্য, কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই প্লাস্টিকের নোট। নকল করাও কঠিন। ফলে নোট ছাপানো বাবদ খরচ কমবে সরকারের।
×