ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুমুদিনী প্রাক্তন এমডি জয়াপতির মৃত্যতে মির্জাপুরে প্রার্থনা সভা

প্রকাশিত: ২০:০৭, ১০ ডিসেম্বর ২০১৬

কুমুদিনী প্রাক্তন এমডি জয়াপতির মৃত্যতে মির্জাপুরে প্রার্থনা সভা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও ভারতেশ্বরী হোমসের প্রাক্তন অধ্যক্ষ দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে মিসেস জয়াপতির মৃত্যুতে মির্জাপুরে প্রার্থনা সভা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটায় কুমুদিনী পরিবারের পক্ষ থেকে ভারতেশ্ব^রী হোমস মাঠে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় কুমুদিনী হাসপাতালের ডাক্তার, নার্স ও সকল কর্মকর্তা-কর্মচারী, ভারতেশ্বরী হোমসের শিক্ষক-শক্ষার্থী, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও নাসিং স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় মিসেস জয়াপতির কর্মজীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন ভারতেশ্বরী হোমসের প্রাক্তন অধ্যক্ষ ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি। পরে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ শেষে এক মিনিট নিরবতার মাধ্যমে তার স্মরণে প্রার্থনা করা হয়। উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় (লন্ডনের সময় সকাল ৯ টা ২০ মিনিট) লন্ডনের বারনেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিসেস জয়াপতি পরলোকগমন করেন। মিসেস জয়াপতি ১৯৩২ সালে মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ৭১ এর ৭ মে দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে পাকিস্তানী হানাদার বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর জয়াপতি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। তিনি ২০০০ সালে তার ভাতিজা রাজীব প্রসাদ সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করে স্বামী ডা. বিষ্ণুপদ পতিসহ লন্ডনে চলে যান।
×