ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভার্দাহ আরও শক্তি সঞ্চয় করে অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে

প্রকাশিত: ০৮:৪১, ১০ ডিসেম্বর ২০১৬

ভার্দাহ আরও শক্তি সঞ্চয় করে অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ভার্দাহ আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে আগামী সোম বা মঙ্গলবার নেলোর আর কাকিন্দ্রা এলাকার মধ্য দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। তবে ঘূর্ণিঝড়টির শক্তি বৃদ্ধি অব্যাহত এবং সম্মুখ দিকে এগোতে থাকায় এর গতিবিধি যে কোন সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদফতর জানায়, দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেতের মানে হলোÑ দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, যেখানে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। বন্দরে এ ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা আপাতত না থাকলে সাগরে থাকা জাহাজ ঝড়ের কবলে পড়তে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, ডিসেম্বরে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।
×