ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন

বরিশালে আওয়ামী রাজনীতিতে নতুন মেরুকরণ

প্রকাশিত: ০৮:২০, ১০ ডিসেম্বর ২০১৬

বরিশালে আওয়ামী রাজনীতিতে নতুন মেরুকরণ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নিয়োগপ্রাপ্ত বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা শেষে গত ২৫ নবেম্বর রাতে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। তার এ ঘোষণার পরপরই বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। এখানকার দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন হিসেবনিকেশ শুরু করেছেন। তবে সুশীল সমাজের নেতৃবৃন্দরা একজন আদর্শবান প্রবীণ রাজনীতিবিদকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ায় দলের সভাপতিসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। সূত্রমতে, জেলা পরিষদের প্রথম প্রশাসক ডাঃ মোখলেছুর রহমানের মৃত্যুর পর তার শূন্যস্থানে চলতি বছরের জুলাই মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলুকে নিয়োগ দেয়া হয়। দলীয় সূত্রমতে, আলতাফ হোসেন ভুলু দীর্ঘ ৫৪ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ১৯৬২ সালে আইউব খানবিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৭ সালে তিনি বৃহত্তর বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৫ আগস্ট বরিশালে প্রথম মিছিল বের করেন আলতাফ হোসেন ভুলু। যে কারণে ওই বছরের ১৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ৩৪ মাস কারাবন্দী ছিলেন প্রবীণ এই নেতা। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ১৯৮৬ সালে ১৪ মাস তিনি কারাভোগ করেছেন। দলের মনোনয়ন পাওয়ার পর খান আলতাফ হোসেন ভুলু জনকণ্ঠকে বলেন, যতদিন বেঁচে আছি ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাব।
×