ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ

প্রকাশিত: ০৮:২০, ১০ ডিসেম্বর ২০১৬

সিলেটে অনুমোদনহীন  বিলবোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণের পাশাপাশি অনুমোদনবিহীন বৃহদাকার বিলবোর্ড অপসারণ কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বেলা সাড়ে ১২টা থেকে অনুমোদনবিহীন অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট শরিফুজজ্ামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মহানগরীর আম্বরখানা পয়েন্টের বরকতিয়া মার্কেটের ওপর স্থাপনকৃত ১ হাজার স্কয়ার ফুটের বৃহাদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্ধ ও বাজেয়াপ্ত করা হয়। অনুমোদনবিহীন এই বিলবোর্ডটি স্থাপন করেছিল স্বপন এড. নামীয় একটি বিজ্ঞাপনী সংস্থা। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট শরিফুজজ্ামান জানান, যারা অনুমোদনবিহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
×