ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামেও যানজট নিয়ন্ত্রণে নারী ট্রাফিক পুলিশ

প্রকাশিত: ০৮:২০, ১০ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামেও যানজট নিয়ন্ত্রণে নারী ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম নগরীর যানজট নিয়ন্ত্রণে প্রথমবারের মতো নারী ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে পুরুষের পাশাপাশি তারাও রাস্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ চ্যালেঞ্জিং পেশায় কাজ করতে নারী পুলিশরা যেমন খুশি, তেমনি নারী অধিকার রক্ষায় এটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন নারী নেত্রীরা। চট্টগ্রাম নগরীতে এমনিতেই পুলিশের ট্রাফিক বিভাগে লোকবল সঙ্কট রয়েছে। নগরে বর্তমানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ৫৯৩ জন কনস্টেবল ও ১৪২ জন সার্জেন্ট রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। এ অবস্থায় পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় যানজট নিরসনে কাজ করছেন নারী ট্রাফিক পুলিশ সদস্য। শুরুতেই ২০ জন নারী ট্রাফিক নিয়োগ দেয়া হয়েছিল। সবার কাছে গ্রহণযোগ্য হওয়ায় আরও ২০ জনকে নগরীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেয়া হয়। সেই সঙ্গে নিয়োগ দেয়া হয়েছে মহিলা সার্জেন্টও। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, পিজিটিভ দেখেই তাদের নেয়া হয়েছে। তারা ভালভাবে কাজ করছে। এছাড়া শ্রমিক শ্রেণীর মানুষরা এটাকে ভালভাবে নিয়েছে। তবে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও বর্তমানে কাজটি অনেকটাই চ্যালেঞ্জিং বলে মনে করেন নারী ট্রাফিক পুলিশ সদস্যরা। তারা বলেন, পুরুষদের পাশাপাশি কাজ করতে ভাল লাগছে বলে জানান তারা। মেয়েদের এই পেশায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে এই উদ্যোগটি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তেমনি অন্যান্য নারীরাও উৎসাহিত হবে বলে মনে করেন নারী নেত্রীরা। তারা বলেন, এর ফলে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে বলে জানান তারা। সকাল ছয়টা থেকে বেলা দুইটা ও বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত নারী ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
×