ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলীয় সরকারের অধীনে শক্তিশালী ইসিও অসহায় ॥ মওদুদ

প্রকাশিত: ০৮:১৬, ১০ ডিসেম্বর ২০১৬

দলীয় সরকারের অধীনে শক্তিশালী ইসিও অসহায় ॥  মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে শক্তিশালী নির্বাচন কমিশনও (ইসি) অসহায় থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এ কারণেই বিএনপি বার বার নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জিয়ার কবর সরানোর জন্যই লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের নক্সা আনা হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, জিয়ার কবর সরানো হবে দুরভিসন্ধিমূলক। এটি করা হলে বর্তমান সরকারের ভুল রাজনৈতিক সিদ্ধান্ত হবে। মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক, নির্বাচনের সময় দলীয় সরকার থাকলে কমিশন অসহায় হয়ে থাকবে। কারণ, এ দেশের অভিজ্ঞতা বলে কোন নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে যে কমিশন গঠন করবেন তা তারা মেনে নেবেন। আওয়ামী লীগের এই অবস্থানকে স্বাগত জানাই। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। এক লিটার পানিও ছাড় দিচ্ছে না ভারতÑরিজভী ॥ ভারত একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে নিয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এক লিটার পানিও তারা ছাড় দিচ্ছে না। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থেই আমাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছে। দেশকে তারা ভারতের হাতে উজাড় করে দিচ্ছে অথচ বিনিময়ে এখন পর্যন্ত তেমন কিছুই পায়নি।
×