ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেজা নওফল হায়দার

জিহান থেকে সাবধান

প্রকাশিত: ০৬:৫৮, ১০ ডিসেম্বর ২০১৬

জিহান থেকে সাবধান

চকডাস্টের প্রথম এ্যানিমেটেড শর্ট ফিল্ম টাইম বেন্ডার। জিহান একজন এসপিনিয়াজ (গুপ্তচর), ভার্চুয়াল জগতে বিভিন্ন কর্পোরেটের ভাড়াটে ভয়ঙ্কর সব মিশন নিয়ে ঘুরে বেড়ায় জিহান। নিষ্ঠুর এক মায়াখেলা মন নিয়ে যে কোন ভয়ঙ্কর কাজ জিহান করতে পারে। জিহানের সব থেকে বড় সুপার পাওয়ার হলো, সে সুপারডাইভ দিয়ে যে কোন সময়ে পৌঁছে যেতে পারে, যাকে আমরা বলতে পারি টাইম বেন্ডার । তারপর অতীত, বর্তমান আর ভবিষ্যত পাল্টে দিয়ে আবার ফিরে আসে ঠিক সময়ে। চোখের পলকে জিহান এই কাজ করে, আর তাতেই ঘুরে যায় ঘটনার বিস্তার। জিহান চরিত্র নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশের একদল তরুণ। জিহান চরিত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে অসাধারণ সব গ্রাফিক্স। সব থেকে মজার বিষয় হলো, জিহান কোন বিদেশী চরিত্র নয় বরং এই দেশের এক ছেলে, যার বয়স মাত্র ২৬ বছর। এই এ্যানিমেটেড টাইম বেন্ডার মুভিতে জিহানকে দেখা যাবে সুপার বাংলাদেশে। যেখানে বাংলাদেশ শুধু ডিজিটাইজড হয়নি বরং এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে সায়েন্স আর প্রযুক্তির ওপর। এই শর্ট ফিল্মে কাজ করছে কাজপাগল, গবেষণাপ্রিয় একদল প্রযুক্তিবিদ এবং এ্যানিমেটর্স। বিভিন্ন ঘটনার সঙ্গে প্রযুক্তিপ্রিয় দর্শকের পরিচয় ঘটবে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশের অবাক করা দৃশ্যের সঙ্গে। জিহান চরিত্রটিকে কেন শুরুতে নেতিবাচক করা হলো এমন একটি প্রশ্নের উত্তর দিলেন দেশের বৃহৎ কার্টুন নির্মাণ প্রতিষ্ঠান চকডাস্ট স্টুডিওর এমডি ইমরান চৌধুরী। ইমরান চৌধুরী মিডিয়াকে জানান, তারা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এ্যানিমেটেড শর্ট ফিল্মটি নির্মাণ করতে যাচ্ছেন। জিহান চরিত্রটি প্রথমে নেতিবাচক করার পেছনে রয়েছে এক গল্প। জিহান বিভিন্ন মিশন কমপ্লিট করে টাইম বেন্ডিঙের সাহায্যে। তিনি আরও জানান, এই শর্ট ফিল্ম নির্মাণের পর চকডাস্ট কাজ করবেন একটি মেগা এ্যানিমেটেড সিরিজে। যেখানে দেখা যাবে বিভিন্ন ধরনের সুপার পাওয়ার হিরো এবং ভিলেন এবং সিরিজটি হবে বাংলাদেশের একটি শহর ঘিরে। মেগা সিরিজের রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্টের পেছনেই এখন মনোযোগ দিচ্ছেন চকডাস্টের তরুণরা। সিরিজটিকে চকডাস্ট নিয়ে যেতে চান আন্তর্জাতিক মঞ্চে। বাংলাদেশের তৈরি এ রকম মেগা সিরিজ আগে কখনও দেখা যায়ইনি। এই সিরিজের মাধ্যমে চকডাস্ট সমাজের সকল বয়সী দর্শককে রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে চান। জিহানকে নিয়ে বেশ কয়েকটি পর্ব করার আশা প্রকাশ করেন ইমরান। তবে জিহানকে ঘিরে প্রথম পর্ব রিলিজ পাবে পৃথিবীর লার্জেস্ট সামাজিক ওয়েবসাইট ফেসবুকে। ফেসবুকের যঃঃঢ়://িি.িভধপবনড়ড়শ.পড়স/পযধষশফঁংঃংঃঁফরড়নফ ঠিকানায় পাওয়া যাবে জিহানের শর্ট মুভিটি। যেখানে এক অন্য রকম উন্নত বাংলাদেশকে দেখতে পাবে দর্শক।
×