ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইলে সুকায়ামা

নানা কাজের গুগল হোম

প্রকাশিত: ০৬:৫৭, ১০ ডিসেম্বর ২০১৬

নানা কাজের গুগল হোম

গুগলের একটি নতুন ডিভাইস হলো গুগল হোম। এটি হচ্ছে গুগল এসিস্টেন্টের দ্বারা চালিত ভয়েস এক্টিভেটেড স্পিকার। তাকে প্রশ্ন জিজ্ঞেস করুন। কোন কাজ করতে বলুন। উত্তর দেবে, কাজও করবে। কণ্ঠে অনুরোধ জানালেই হলো। গুগল হোম আপনাকে গুগল প্লে মিউজিক, স্পটিফাই, ইউটিউব মিউজিক, প্যানডোরা ও টিউনইন থেকে মিউজিক, পডকাস্ট বা রেডিও বাজিয়ে শোনাতে। গুগল হোম আপনার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আবহাওয়া, ট্রাফিক, ফিন্যান্স, খেলাধুলা, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও আরও কিছুর ব্যাপারে প্রশ্ন করুন। আপনি রিয়েল টাইম উত্তর পেয়ে যাবেন। আপনার অনুমতিক্রমে গুগল হোম আপনার সম্পর্কে জানবে এবং আপনার ঘনিষ্ঠ হয়ে উঠবে। এটি আপনার ফ্লাইটের খবরাখবর জানাবে। এ্যালার্ম ও টাইমার সেট করে দেবে এবং কর্মস্থলে যাওয়ার পথে ট্রাফিকের অবস্থা আপনাকে জানিয়ে দেবে। গুগল হোম ক্রোমকাস্ট, নেসট ও ফিলিপস হিউএর সঙ্গে বিনা তারে সংযুক্ত থাকে। সুতরাং আপনি আপনার কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে সঠিক তাপমাত্রা স্থাপন কিংবা আলো নেভাতে পারবেন। কাজেই অন্ধকারে উঠে গিয়ে লাইটের সুইচ খোঁজার, চ্যানেল পরিবর্তন করার, মিউজিক সন্ধানের কিংবা সার্চ করে কোন কিছুর সন্ধান করার দরকার হবে না। এ্যামাজন ইকো ও ভয়েস একটিভেটেড স্পিকার। যারা এটা ব্যবহারে অভ্যস্ত তাদের কমছে গুগল হোম। নতুন ও আহামরি কোন কিছু নয়। তার পরও গুগল হোমে অসাধারণত্বের কিছু ব্যাপার আছে। সেটা হলো গুগলের স্ট্রিমিং ডিভাইস ক্রোমকাস্টের সঙ্গে বিনা তারে সংযুক্তি। এর সহায়তায় একটি আঙ্গুল না তুলেও ইউটিউব ভিডিও সার্চ করে পছন্দমতো ভিডিওটি নিয়ে নিজের টিভিতে প্লে করতে পারাটা দারুণ ব্যাপার। সুবিধাটা সামান্য। তথাপি অত্যন্ত আকর্ষণীয়। শক্তিশালী মাইক্রোফোন ও স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ ব্যবস্থা থাকায় গুগল হোম আপনার কথা বিশ্বস্ততার সঙ্গে শুনতে পারে। গুগলের একাধিক হোম ডিবাইস একত্রিত করে একই গান প্রত্যেক রুমে শোনা যেতে পারে এই গুগল হোমের বদৌলতে। উপরের যে টার্চ সারফেসটি রয়েছে তার কারণে আপনার হাতে থাকতে পারে এর সর্বাত্মক নিয়ন্ত্রণ। এতে একটা মিউট বাটন আছে যার দ্বারা গুগল হোমের মাইক্রোফোনগুলো সর্বক্ষণ চালু রাখা যায়। কৃত্রিম বুদ্ধির ডিভাইস গুগল এ্যাসিস্টেন্ট গুগল হোমের সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের প্রধান এবং একমাত্র প্রাইমারি এ্যাসিস্টেন্ট। এটি দ্বিমুখী সংলাপে লিপ্ত হতে পারে। তবে গুগল হোমের বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টাও চলছে। অনুবাদ ॥ এনামুল হক সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×