ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরফের হোটেল!

প্রকাশিত: ০৬:৫৫, ১০ ডিসেম্বর ২০১৬

বরফের হোটেল!

বরফের হোটেল! শুনতেই অবাক লাগছে তাই না? বিশ্বজুড়ে বরফের বেশ কয়েকটি হোটেল রয়েছে। জাপান, ফিনল্যান্ড, নরওয়ে, কানাডাসহ বিভিন্ন দেশে তৈরি করা হয় বরফ ও তুষারের হোটেল। এসব হোটেলে একবার ঢুকলে শুধুই চমকিত হবেন। এর বিছানা-বালিশ থেকে শুরু করে সবই বরফের তৈরি। বিশ্বের প্রথম আইস হোটেল সুইডেনের জাক্কাসজারভি। সেজন্য এর কদর অন্যদের চেয়ে আলাদা। এখানে ৮০টি রুম ও স্যুট রয়েছে। অপূর্ব শৈল্পিক নকশার জন্য এ হোটেলটির খ্যাতি বিশ্বজুড়ে। শীতের সময় প্রতিবছরই নতুন করে তৈরি করতে হয় এসব হোটেল। সর্বশেষ ডিজাইন অনুযায়ী হোটেলটির ১৯টি ঘরের নির্মাণ সম্পন্ন করেছে তারা। নতুন ডিজাইনের মধ্যে বরফে তৈরি প্রমাণ আকারের আফ্রিকান হাতি ছাড়াও আছে রুশ রাজকীয় থিয়েটারের অনুরূপ ব্যবস্থা। লাভক্যাপসুল নামে কক্ষ যেখানে হরিণের চামড়ার ওপর ঘুমোনোর ব্যবস্থাও আছে। হোটেলের ভেতরে থাকবে শূন্যের কাছাকাছি তাপমাত্রা, আর বাইরে শূন্যের বহু নিচে, অর্থাৎ, মাইনাস ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড। সূত্র : কিডস নিউজ
×