ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৫৪, ১০ ডিসেম্বর ২০১৬

কবিতা

শীতার্তদের পাশে শারমিন জাহান কুয়াশার সাদা শাড়িতে শীত এসেছে তাই, হিমেল হাওয়ায় কাঁপন লাগে সারা গায়ে ভাই। যারা থাকে অট্টালিকায় শীতে তাদের মজা। যারা থাকে গাছতলায় শীতে তাদের সাজা। স্বর্গ সুখে ভাসতে পারো একটি জামা দিয়ে। শীতার্তদের পাশে দাঁড়াই যা পারি তাই নিয়ে। শীতের সময় মোহাম্মদ মাসুদ খান শীতের সময় নানা বাড়ি খেঁজুর গাছের লম্বা সারি, পিঠা পুলি রসের ধুম কাঁথা মুড়ি গভীর ঘুম, হাড় কাঁপানো হিমেল হাওয়া ক্ষেতের মাঝে হেঁটে যাওয়া, আগুন পোহানো সকাল সাঁঝে খোশ গল্প সবার মাঝে, ঘন কুয়াশায় ঢাকা ঘোর শিশির সিক্ত শুভ্র ভোর, সেই অপরূপ নানা বাড়ি পাবো কি খুঁজে হাঁকিয়ে গাড়ি। শীতল হাওয়া সৈয়দ ইফতেখার আলম হালকা লাগে শীতল হাওয়া হালকা করে শীত হালকাভাবে শিশির জমে মনে বাজে গীত। শীতের ভোরে ডাক শুনি ওই এসেই গেলো ভাই এবার কেবল যুবুথুবু আর তো উপায় নাই! অতিথি পাখিরা আহাদ আলী মোল্লা বহু দূর দেশ থেকে কত পথ এঁকেবেঁকে আকাশের কোল ঘেঁষে ঘেঁষে; অতিথি পাখিরা এলো আমাদের দেশে। শীতের আভাস পেয়ে শিশিরের জলে নেয়ে গানে গানে সুরে সুরে ভেসে; কুটুম পাখিরা এলো আমাদের দেশে।
×