ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৮, ১০ ডিসেম্বর ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১.মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে কোন জাদুঘর প্রতিষ্ঠিত হয়? ক) বিজ্ঞান জাদুঘর খ) ঢাকা নগর জাদুঘর গ) সামরিক জাদুঘর ঘ) বরেন্দ্র জাদুঘর ২. ‘এটি দম্ভ নয়, অহঙ্কার নয়’- ‘আমার পথ’ প্রবন্ধানুসারে যেটি দম্ভ নয়, অহঙ্কার নয়- র. ভুল স্বীকার রর. নিজের সত্যের গৌরব ররর. নিজেকে চেনা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩. ‘অসুখ হয়েছে, তাও দেখতে আস না’- এ বাক্যটিতে কী ফুটে উঠেছে? ক) লেখকের প্রতি বুড়ির অভিযোগ খ) অসুস্থ বুড়িকে লেখকের দেখতে না আসার কথা গ) বুড়ির অসহায় অবস্থায় দুঃখবোধ ঘ) মা-পিসিমার অনুযোগ ৪. ১৯৫৩ সালে আনিসুজ্জামান কোন কলেজ থেকে আইএ পাস করেন? ক) ঢাকা কলেজ খ) জগন্নাথ কলেজ গ) কলকাতা কলেজ ঘ) মিরপুর বাংলা কলেজ ৫. জেলমুক্তির কত দিন পর বঙ্গবন্ধুর বাড়িতে ফিরেছিলেন? ক) ৩ দিন খ) ৪ দিন গ) ৫ দিন ঘ) ৬ দিন ৬. গারো সম্প্রদায়ের সঙ্গে কোন সম্প্রদায়ের সাদৃশ্য প্রতীয়মান? ক) বাঙালী খ) পার্সি গ) ইহুদি ঘ) সাঁওতাল ৭. ‘দুধে ভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে? ক) শওকত ওসমান খ) আখতারুজ্জামান ইলিয়াস গ) কাজী নজরুল ইসলাম ঘ) হাসান আজিজুল হক ৮. ‘...রাখো রাখো। খপর আছে শুনে যাও’- উক্তিটি কার? ক) বৃদ্ধ লোকটির খ) জগুর গ) কানাইয়ের ঘ) কৈলেশের ৯. ‘তিনি থাকতি অভাব ছেলো না কোন জিনিসের।’- এখানে ‘তিনি’ বলতে কাকে নির্দেশ করা হয়েছে। ক) শ্বশুর খ) ভাশুর গ) স্বামী ঘ) দেবর ১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে? ক) নীরব সাধনায় খ) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গ) সংগ্রামশীলতায় ঘ) স্বাধীনতাযুদ্ধে ১১. রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) রংপুর খ) দিনাজপুর গ) পঞ্চগড় ঘ) রাজশাহী ১২. মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ ‘ঈধঢ়ঃরাব খধফরব’ কত সালে প্রকাশিত হয়? ক) ১৯৩৪ খ) ১৯৪৪ গ) ১৯৩৯ ঘ) ১৯৪৯ ১৩. আমার এই যাত্রা হলো শুরু- এখানে প্রাবন্ধিক কোন পথে যাত্রার কথা বলেছেন? ক) সত্য খ) সংগ্রাম গ) মুক্তি ঘ) স্বাধীনতা ১৪. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়? ক) নরসিংদী খ) নারায়ণগঞ্জ গ) গাজীপুর ঘ) মিরপুর ১৫. সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে- ক) স্বাধীনতার জায়গান খ) তারুণ্যের জয়গান গ) প্রেমের জয়গান ঘ) পরাধীনতার জয়গান ১৬. নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কী বেশি? ক) আগাছা খ) টুপি গ) হুজুর ঘ) পীর ১৭. নিচের কোনটি শব্দটি সমার্থক নয়? ক) চমৎকার খ) ভেলকি গ) মনোহর ঘ) কৌতূহলোদ্দীপক ১৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে যে বাগধারাটির ব্যবহার হয়নি- র. যত বড় মুখ নয় তত বড় কথা রর. নাকে-কানে খত দেয়া ররর. পুকুর চুরি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ১৯. রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? ক) বীরদর্পে খ) হনহন করে গ) ধীরে ধীরে ঘ) জনগণকে ভয় দেখিয়ে ২০. ‘তীব্র’ শব্দটির সঠিক উচ্চারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক) তীব্ব্রো খ) তিব্ব্রো গ) তীরব্রো ঘ) তিরব্রো ২১. বুড়িকে কে মা বলে ডাকে? ক) লেখক খ) নাতজামাইয়ের মেয়ে গ) হাজরা ব্যাটার বউ ঘ) পরশু সর্দারের বউ ২২. কবি কী কুড়িয়ে আনেন? ক) চিত্রময়ী বাণী খ) ভিক্ষালব্ধধন গ) আনন্দের ভোগ ঘ) গানের পসরা ২৩. ফরিদপুরে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে কোথায় এসেছিল? ক) জেলগেটে খ) কলেজগেটে গ) রাজপথে ঘ) লঞ্চঘাটে ২৪. কবি জীবনানন্দ দাশের মৃত্যু সন কোনটি? ক) ২২ অক্টোবর, ১৯৫৪ খ) ২২ আগস্ট, ১৯৫৪ গ) ২২ সেপ্টেম্বর, ১৯৫০ ঘ) ২২ অক্টোবর, ১৯৫০ ২৫. ‘পর পর সদা’ বাক্যের মর্মার্থ কী? ক) আপন কখনো পর হয় না খ) পর কখনো আপন হয় না গ) পর গুণবান হলেও সর্বদা পর ঘ) শত্রু গুণবান হলেও ক্ষতি ২৬. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? ক) ১৮৯০ খ) ১৮৯৫ গ) ১৮৯৯ ঘ) ১৯০৩ ২৭. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বঙ্গবন্ধুর কয় সন্তানের নাম উল্লেখ আছে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২৮. ‘অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার...’ -কে এই উক্তিটি করেছে? ক) ইসহাক খ) নুরুল হুদা গ) নুরুল হুদার বৌ ঘ) ইসহাকের বোন ২৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৃষককন্যার নাম কী? ক) ছমিরন খ) জমিরন গ) সখিনা ঘ) জোলেখা ৩০. নিচের কোনটি বেগম রোকেয়ার গদ্যগ্রন্থ? ক) মতিচূর খ) সুলতানার স্বপ্ন গ) পদ্মরাগ ঘ) বিক্তের বেদন ৩১. কে ধানের গন্ধের মতো অস্ফুট? ক) লক্ষ্মিপেঁচা খ) শালিক গ) শঙ্খচিল ঘ) ভ্রমর ৩২. প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ না করায় স্থূলবুদ্ধি মানুষেরা- র. নিষ্ঠুর রর. বিকৃতবুদ্ধি ররর. প্রেমহীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৩. জনশিক্ষা মন্ত্রীর নিমন্ত্রণপত্রে কোন তারিখের উল্লেখ ছিল? ক) ১৮ জানুয়ারি খ) ১৮ ফেব্রুয়ারি গ) ১৮ মার্চ ঘ) ১৮ এপ্রিল ৩৪. আমেনার সতিন কে? ক) রহিমা খ) জমিলা গ) তানুবিবি ঘ) হাসুনির মা ৩৫. স্বপ্ন লুট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে কোন কবিতায়? ক) নূরলদীনের কথা মনে পড়ে যায় খ) বঙ্গভাষা গ) সোনার তরী ঘ) জীবন-বন্দনা ৩৬. বাসবত্রাস কে? ক) বিভীষণ খ) লক্ষ্মণ গ) মেঘনাদ ঘ) রাবণ ৩৭. ভালবাসা দিলে- র. মা মরে যায় রর. যুদ্ধ আসে ররর. মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কী? ক) কৃষ্ণচূড়া ফুল খ) একুশে ফেব্রুয়ারি গ) একুশের কৃষ্ণচূড়া ঘ) শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ ৩৯. মানুষ নগর তৈরি করেছে- ক) সভ্যতার বিকাশের জন্য খ) নিজেদের আরামের জন্য গ) প্রযুক্তি ব্যবহারে জন্য ঘ) একত্রে বাস করার জন্য ৪০. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক কাকে নমস্কার জানিয়েছেন? ক) নাবিককে খ) সত্যকে গ) ধূমকেতুকে ঘ) জননেতাকে ৪১. প্রাচীন হিব্রু বা জু-জাতি ও ধর্ম-সম্প্রদায়ের মানুষ কারা? ক) খ্রীস্টানরা খ) মুসলমানরা গ) ইহুদিরা ঘ) সাঁওতালরা ৪২. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’ চরণাংশটি কোন কবিতার অন্তর্গত? ক) সোনার তরী খ) তাহারেই পড়ে মনে গ) পাঞ্জেরি ঘ) ধন্যবাদ ৪৩. ইংরেজী শব্দ ‘ঝপড়ঁহফৎবষ’ দ্বারা কী অর্থ প্রকাশ পায়? ক) নীচমনা খ) উতর গ) নীতিবর্জিত মানুষ ঘ) সবকয়টি ৪৪. সাম্য শব্দের অর্থ- র. সমদির্শিতা রর. সমতা ররর. বৈসাদৃশ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৫. ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে? ক) শেলী খ) ইভান তুর্গনেভ গ) ফিওদর দস্তয়েভস্কি ঘ) বায়রন ৪৬. নিচের কোনটি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয়? ক) মেঘ বলে চৈত্রে যাব খ) সারা দুপুর গ) দু’হাতে দুই আদিম পাথর ঘ) রানী খালের সাঁকো ৪৭. ‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে? ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৪৮. নুরুল হুদাকে পাকিস্তানী হানাদার বাহিনীর তলব করার কারণ- র. মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে রর. মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে ররর. মুক্তিযোদ্ধা বলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও ‘পাঞ্জাবি পশুর দল যেন অগুনতি রক্তলোভী উন্মত্ত রোবট জল্লাদের মতো ছুটোছুটি করে বাংলাদেশে নামে হত্যাযজ্ঞে।’ ৪৯. মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে কোন জাদুঘর প্রতিষ্ঠিত হয়? ক) দেশপ্রেম খ) প্রকৃতিপ্রেম গ) মুক্তিযুদ্ধে পাকিস্তানী সেনাদের অত্যাচারের ইঙ্গিত ঘ) দালালদের কূটকৌশল ৫০. ‘এটি দম্ভ নয়, অহঙ্কার নয়’- ‘আমার পথ’ প্রবন্ধানুসারে যেটি দম্ভ নয়, অহঙ্কার নয়- র. ভুল স্বীকার রর. নিজের সত্যের গৌরব ররর. নিজেকে চেনা নিচের কোনটি সঠিক? ক) প্রিন্সিপালের খ) মিলিটারির গ) নুরুল হুদার ঘ) মিন্টুর সঠিক উত্তর ১. (গ) ২. (গ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (খ) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (খ) ২১. (গ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (গ) ৫০. (গ)
×