ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৃণমূল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:৪৫, ১০ ডিসেম্বর ২০১৬

তৃণমূল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাতক্ষীরা ও ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান অনুর্ধ-১৬ কুস্তিগীর বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। ১০ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পটি পরিচালনা করছেন জাতীয় কোচ মিজানুর রহমান। বাছাই কার্যক্রমে জেলার বিভিন্ন স্থান থেকে ১০০ ছেলে ও মেয়ে অংশ নেয়। এদের মধ্য থেকে মেধানুযায়ী ১০ ছেলে ও ১০ মেয়েকে বাছাই করা হয়। এদিকে ঠাকুরগাঁও শহীদ মোঃ আলী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসএ’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এ বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় কোচ আশরাফ আলি। সহকারী কোচের দায়িত্বে মশিউর রহমান। বাছাইপর্বে জেলার বিভিন্ন স্থান থেকে ৪০ ছেলে ও ৩০ মেয়ে অংশ নেয়। এদের মধ্য থেকে ২০ জনকে বাছাই করা হয় প্রশিক্ষণের জন্য। মহিলা এককের ফাইনালে ‘অল-ভিয়েতনাম’ স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমশ শেষের দিকে চলে এসেছে ‘ইউনেক্স-সানরাইজ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জে’র খেলা। শুক্রবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে (উডেন ফ্লোর জিমনেশিয়ামে) অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টে সেমিফাইনালের খেলা। মহিলা এককের ফাইনাল হবে ‘অল ভিয়েতনাম’। সেমিতে আসরের চতুর্থ বাছাই ভিয়েতনামের থুই লিনহ্ এনগুয়েন ২১-১৪, ২১-১৭ পয়েন্টে হারান স্বদেশী থি সেন এনগুয়েনকে। অপর সেমিতে আসরের শীর্ষ বাছাই থি ত্রাং ভু ১৭-২১, ২১-১৯, ২১-৯ পয়েন্টে হারান তৃতীয় বাছাই ভারতের ঋতুপর্ণা দাসকে। এছাড়া মিশ্র দ্বৈতের সেমিতে ভারতের সাতউইকসাইরাজ রানকাইরেড্ডি-মণীষা কে জুটি ২১-১২, ২১-১১ পয়েন্টে হারান স্বদেশী রোহান কাপুর-সানজানা সন্তোষ জুুটিকে। অপর সেমিতে থাইল্যান্ডের ভিরিয়াংকুরা তানুপাত-থানইয়াসুদা ওংগিয়া জুটি ২২-২০, ২১-১১ পয়েন্টে হারান ভারতের ভেঙ্কট গৌরব প্রসাদ-জুহি দেওয়ানগান জুটিকে। বালক এককে বাংলাদেশের রেজা রানারআপ স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার শেষ হলো বিকেএসপি এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার দশম আসর। বালক এককের ফাইনালে সিঙ্গাপুরের লিম ৬-৩, ৬-১ গেমে বাংলাদেশের ফরিদুর রেজাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফরিদুর রেজা রানারআপ হয়। বালিকা এককের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিয়ং স্বদেশী ইয়াং রাইউকে ৬-০, ৬-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক দ্বৈতে সিঙ্গাপুরের লিম ও বাংলাদেশের সাকিব জুটি দক্ষিণ কোরিয়ার কিম ও ভারতের লিস্টন ভাস জুটিকে ২-৬, ৭-৬ (৫), ১০-৪ গেমে এবং বালিকা দ্বৈতে দক্ষিণ কোরিয়ার জিয়ং ও সিম জুটি দক্ষিণ কোরিয়ার জাং ও ইয়াং রাইউ জুটিকে ৭-৬, ১-৬, ১০-৭ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী ৮ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবাকক্ষে অনুষ্ঠিত খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, সাইফ স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে হারায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব ২-২ পয়েন্টে তিতাস ক্লাবের সঙ্গে ড্র করে।
×