ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শঙ্কা কাটিয়ে নকআউট পর্বে ম্যানইউ

প্রকাশিত: ০৬:৪৪, ১০ ডিসেম্বর ২০১৬

শঙ্কা কাটিয়ে নকআউট পর্বে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগে খেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের জায়গা হয়েছে দ্বিতীয় সারির ইউরোপা লীগে। সেখানেও নিজেদের প্রথম ম্যাচে ডাচ ক্লাব ফেয়েনর্ডের কাছে ১-০ গোলে হেরে শুরু হয়েছিল মিশন। সেই ধাক্কা কাটিয়ে উঠে অবশেষে নকআউট পর্বে উঠে এসেছে রেড ডেভিলসরা। এজন্য অবশ্য গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জোশে মরিনহোর দলকে। বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের ক্লাব জোরা লুহানস্ককে ২-০ গোলে হারিয়েছে অতিথি ম্যানইউ। ইংলিশ জায়ান্টদের হয়ে গোল করেন হেনরিক মাখাটারিয়ান ও জ¬াতান ইব্রাহিমোভিচ। এই জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে ম্যানইউ। আরেক ম্যাচে ডাচ ক্লাব ফেয়েনর্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে তুর্কী ক্লাব ফেনারব্যাচ। প্রথম লেগের মতো এই ম্যাচেও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জোরাকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে ম্যানইউকে। এর আগে নিজেদের মাঠে কোনরকমে ১-০ গোলে জিতেছিল তারা। পরশু রাতেও প্রথমার্ধে গোল পায়নি রেড ডেভিলসরা। বিরতির পর ৪৮ মিনিটে মাখাটারিয়ানের গোলে এগিয়ে যায় অতিথিরা। এরপর ম্যাচ শেষের দুই মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। স্বাভাবিকভাবেই দলের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারেননি কোচ জোশে মরিনহো। ম্যাচ শেষে পর্তুগীজ লৌহমানব বলেন, আমি খুশি হতে পারছি না দলের পারফর্মেন্সে। আরও উন্নতি করবে হবে। বিশেষ করে নকআউট পর্বে ভাল করতে হলে উন্নতির বিকল্প নেই। এদিকে স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। রিয়ালের প্রতিপক্ষ ডিপোর্টিভো লা করুনা। আর বার্সা খেলবে ওসাসুনার বিরুদ্ধে। বর্তমানে বার্সাকে ৬ পয়েন্টে পিছিয়ে রেখে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। তবে এই এগিয়ে থাকাটাকে খুব একটা আমলে নিতে চান না রিয়াল কোচ জিনেদিন জিদান। আজকের ম্যাচ সামনে রেখে জিদান বলেন, আমি মনে করি না লা লিগার শিরোপা এখনই নির্ধারণ হয়ে গেছে। এখন আমরা যেভাবে খেলছি এবং ফলাফল পাচ্ছি তাতে বড় জোর খুশি থাকতে পারি। কিন্তু শিরোপার সুবাস নিয়ে এখনই আয়েশি হলে চলবে না। কারণ এই পথ এখনও অনেক দীর্ঘ।
×