ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভয় পাচ্ছেন না রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৪৪, ১০ ডিসেম্বর ২০১৬

ভয় পাচ্ছেন না রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ ঝামেলার মধ্যে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কর ফাঁকি নিয়ে তার বিরুদ্ধে বেশ সোচ্চার স্পেনের কর বিভাগ। যা নিয়ে ভুগেছেন বার্সিলোনার দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। শুক্রবার রোনাল্ডো তার আয়ের আর্থিক নথি প্রকাশ করেছেন। আর বলেছেন, এসব নিয়ে তিনি মোটেও চিন্তিত বা ভীত নন। রোনাল্ডোর কর ফাঁকি নিয়ে প্রথম বোমা ফাঁটায় জার্মান সাপ্তাহিক ডার স্পাইজেল। তাদের দাবি সি আর সেভেন নাকি ১৫০ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। তবে রিয়াল তারকা বরাবরই এটা অস্বীকার করে আসছেন। যে প্রতিষ্ঠান, জেস্টিফিউটের মাধ্যমে কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে, করের কাগজপত্র দেখিয়ে তারা জানিয়ে দিয়েছে কোনরকম কর ফাঁকি দেয়নি রোনাল্ডো ও তার প্রতিষ্ঠান। সেখানে ২০১৫ সালে রোনাল্ডো আয় দেখিয়েছেন ২২৫ মিলিয়ন ইউরোরও বেশি। রোনাল্ডো ২০১৫ সালে তার আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন যেটি তিনি স্প্যানিশ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করিয়ে নিয়েছেন। কিন্তু ‘মডেল ৭২০’ নামে পরিচিত প্রতিষ্ঠান তাদের কার্যপ্রণালীতে গত মার্চ মাসে আয়কর প্রদান সংক্রান্ত যে তথ্য দেখিয়েছে সেখানে রোনাল্ডোর আয় দেখান হয়েছে তিনি স্পেনের বাইরে থেকে আয় করেছেন ২০৩. ৭ মিলিয়ন ইউরো এবং ভেতর থেকে আয় করেছেন ২৩.৫ মিলিয়ন ইউরো। প্রকাশ করা নথিতে নিশ্চিত করা হয়েছে, স্পেনের আয়কর বিভাগ রোনাল্ডোর আয় এবং সম্পদ সম্পর্কে পুরোপুরি অবগত আছে। রোনাল্ডোর এই সম্পদ ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান জেস্টিফিউট এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এখন থেকে এই খেলোয়াড় এ বিষয়ে আর কোন বিবৃতি দিবেন না। এরআগে রোনাল্ডো বলেছেন যে তিনি অনৈতিক কিছু করেননি। যার প্রমাণ তিনি উপস্থাপন করছেন। বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ শেষে এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, আপনি কি মনে করছেন আমি বেশ শঙ্কিত? তাদের নিয়ে ভয় পাবার কিছুই নেই। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেজের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোনাল্ডো ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত কর দেন, যে দেশেই থাকুন না কেন। এই নথি আমরা বাধ্য হয়ে নয়, নিজেদের ইচ্ছায় প্রকাশ করেছি। যে প্রমাণ করছে, রোনাল্ডো ও তার এজেন্সি সৎ, নিয়ম ও আইনের ক্ষেত্রে সবসময় কর্তৃপক্ষকে সাহায্য করে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও তাদের খেলোয়াড়ের পক্ষে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে তাদের তারকা খেলোয়াড় রোনাল্ডোর মতো ব্যক্তিদের প্রতি যেন সবধরনের সম্মানবোধ দেখান হয়।
×