ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশিত: ০৬:৪৩, ১০ ডিসেম্বর ২০১৬

শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এখন নকআউট পর্বের লড়াইয়ের অপেক্ষা। সোমবার ফ্রান্সের নিওনে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। এবার গ্রুপ পর্বের ফলাফল এমন হয়েছে যে, নকআউটের শুরুতেই একে অপরের মুখোমুখি হয়ে যেতে পারে শিরোপা প্রত্যাশী দলগুলো। আর এমন হলে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায়ঘণ্টা বাজতে পারে বেশ কয়েকটি পরাশক্তির। ইউরোপ সেরার লড়াই যেন এবার উল্টো রথে ছুটছে। গ্রুপের সেরা হওয়া দলগুলোর জন্যই নকআউটে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই যেমন গত চার বছরে কঠিন কঠিন সব গ্রুপে দ্বিতীয় হয়েছিল আর্সেনাল। এবার নিজেদের গ্রুপে শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছে ইংলিশ ক্লাবটি। কিন্তু এতে যেন দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। আর্সেনালের সামনে সমীকরণটা এখন এমন দাঁড়িয়েছে যে ভাগ্যের পরশ হাতছাড়া হয়ে গেলেই শেষ ষোলোতে সামনে পড়তে পারে রিয়াল মাদ্রিদ, বেয়ার্ন মিউনিখের মতো পরাশক্তিরা। গ্রুপের শেষ ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ড্র করেছে রিয়াল। জিনেদিন জিদানের দলকে এখন শেষ ষোলোতে লড়তে হবে গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে। অবশ্য একটা সুবিধাও আছে। গ্রুপপর্বের প্রতিপক্ষ বরুশিয়া, আর অন্য গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া নিজ দেশের দুই ক্লাব বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলতে হবে না রিয়ালকে। প্রত্যাশিতভাবে গ্রুপ সেরা হয়েছে বার্সিলোনা। এরপরও খুব একটা স্বস্তিতে নেই কাতালানরা। আর্সেনালের মতো তাদের সামনেও আসতে পারে বড় দল। বড় দলের সামনে পড়ার সম্ভাবনা থাকলেও হতাশ নন আর্সেনাল কোচ ওয়েঙ্গার। তিনি আশাবাদী কোয়ার্টার ফাইনালে উঠতে। শেষ ম্যাচে বাসেলকে ৪-১ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটির পয়েন্ট সর্বোচ্চ ১৪। ১২ পয়েন্ট নিয়ে ওই রানার্সআপ হয় ফ্রান্সের লীগ ওয়ানে গত চারবারের চ্যাম্পিয়ন পিএসজি। ড্র-তে প্রতিপক্ষ যেই হোক না কেন, আর্সেনাল কাউকেই ভয় পায় না বলে জানিয়েছেন দলটির কোচ। ওয়েঙ্গার এ প্রসঙ্গে বলেন, আপনি রিয়াল মাদ্রিদের কথা ধরুন, প্রতিযোগিতা জিততে অন্যতম ফেবারিট তারা। এমনকি তাদের বিরুদ্ধেও আমরা কোয়ালিফাই করার একটা সুযোগ পাব। গত ছয় বছরে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি আর্সেনাল। ওয়েঙ্গারের মতে, এটা তার দলের জন্য বড় এক চ্যালেঞ্জ। তার শিষ্যরা এটা উপভোগ করবে বলে বিশ্বাস কোচের। এদিকে শেষ গ্রুপ ম্যাচে বরুশিয়ার বিরুদ্ধে ড্র করাটা কিছুতেই মানতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, যেভাবে দ্বিতীয়ার্ধের খেলাটা হয়েছে, এটা যখন আপনি দেখবেন। একটু ক্ষুব্ধ হবেনই। ম্যাচটা আমাদের হাতে ছিল, কিন্তু এটাই ফুটবল। একেবারে শেষ পর্যন্ত খেলে যাওয়াটা প্রয়োজন। জিদান বলেন, গ্রুপের সেরা হওয়ার জন্য আমরা আমাদের সবটুকু দিয়েছি কিন্তু হতে পারিনি। খেলোয়াড়দের নিয়ে, তাদের কঠোর পরিশ্রম এবং তারা যেটা করেছে তা নিয়ে আমি গর্বিত। তবে নকআউট পর্বে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আসল লড়াই হবে সেখানেই।
×