ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফি-সাকিবরা অস্ট্রেলিয়া যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৬:৪২, ১০ ডিসেম্বর ২০১৬

মাশরাফি-সাকিবরা অস্ট্রেলিয়া যাচ্ছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এজন্য আগে অস্ট্রেলিয়ায় নয় দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে যাবেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজরা। বিপিএলের ফাইনালের জন্য দুই গ্রুপে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। বৃহস্পতিবার মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজসহ ১৩ সদস্যের এক গ্রুপ গেছে। আজ যাচ্ছেন মাশরাফি, সাকিব, তামিমসহ আরেকটি গ্রুপ। রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তারা। বৃহস্পতিবার গেছেন মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন এবং শুভাগত হোম। আজ যাচ্ছেন মাশরাফি, সাকিব, তামিম, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও তানভির হায়দার। সেই সঙ্গে ঢাকা ডায়নামাইটসের হার্ডহিটার ব্যাটসম্যান মেহেদী হাসান মারুফও এই যাত্রায় যুক্ত হচ্ছেন। তবে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প পর্যন্তই দলের সঙ্গে থাকবে মারুফ। নিউজিল্যান্ডে মারুফের যাওয়া হবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতে ওয়ানডে সিরিজ হবে। এরপর টি২০ সিরিজ হবে। শেষে হবে টেস্ট সিরিজ। ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ৩, ৬ ও ৮ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। নির্ধারিত ওভারের সিরিজ শেষে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ। ১২ জানুয়ারি প্রথম ও ২০ জানুয়ারি দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। এ সিরিজ বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে। সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এজন্য পুরোদমে যেন প্রস্তুত হয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামে বাংলাদেশ ক্রিকেটাররা, সেই ব্যবস্থাই করা হয়েছে। এজন্য আগে অস্ট্রেলিয়ায় গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এরপর নিউজিল্যান্ডে গিয়ে কন্ডিশন জয় করার কিছু থাকবে না। তখন ক্রিকেটাররা নিজেদের পারফর্মেন্স নিয়েই চিন্তা করতে পারবে। পারফর্মেন্স যেন নিউজিল্যান্ডের কন্ডিশনে ঠিক থাকে, এজন্য অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচও রাখা হয়েছে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ টুর্নামেন্ট বিগব্যাশের দল বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিডনিতে ১৬ ডিসেম্বর সিডনি থান্ডার্সের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ দল। বিসিবি একাদশ নামে খেলবে। এরআগে ১৪ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষেও খেলতে পারে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। একসময় সিডনি থান্ডার্সের কোচ ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। তার তত্ত্বাবধানেই অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি ক্যাম্প হবে। এ ক্যাম্প নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য সুফল বয়ে আনবে বলেই সবাই মনে করছেন। যখন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এ প্রস্তুতি ম্যাচগুলোর কথা জানান হয়েছিল, তখন কোচ হাতুরাসিংহে বলেছিলেন, ‘চ্যাম্পিয়নদের (সিডনি থান্ডার্স) বিপক্ষে তাদের মাঠে ক্রিকেটাররা ম্যাচটি কিভাবে নেয় তা দেখার অপেক্ষায় আছি। আশাকরি ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘বাংলাদেশ অনেক ভাল ক্রিকেট খেলছে, বিশেষ করে ৫০ ওভারের ম্যাচগুলোতে। তবে টি২০তে আরও উন্নতির অনেকদিক বাকি রয়েছে। দলটিতে বেশ কয়েকজন অসাধারণ ক্রিকেটার রয়েছে। বড় দলগুলোর সাথে খেলাই আপনাকে দেখিয়ে দিবে ক্রিকেটাররা কোন আবস্থানে আছে।’ প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে প্রথমটি ওয়ানডে ফরমেটে হওয়ার সম্ভাবনা আছে। তবে থান্ডার্সের বিপক্ষে ম্যাচটি টি২০ ফরমেটেই হবে। এ প্রস্তুতি ক্যাম্প শেষে ১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
×