ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৬:৪০, ১০ ডিসেম্বর ২০১৬

জঙ্গীবিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় সামাজিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। এতে দ্রুত সফলতা অর্জিত হয়। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ইত্যাদি সামাজিক সমস্যা নিরসনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অপরিসীম। থানায় দালালকে প্রশ্রয় দেয়া যাবে না। দালাল তাড়াতে হবে। দালালরা জনগণ ও পুলিশের ক্ষতি করে। বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গী-সন্ত্রাসবাদবিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সভাপতিত্ব করেন। ছবির হাট নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ ডিসেম্বর ॥ ছবি বিক্রির জন্য ফরিদপুরে বসেছে ছবির হাট। শহরের অম্বিকা ময়দানে দু’দিনের এ হাট শুরু হয়েছে শুক্রবার সকাল ৯টা থেকে। এ সময়ে ক্রেতা ও দর্শকরা ছবি কেনার পাশাপাশি দেখার সুযোগ পাবেন। কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই দু’দিনের এ হাটে প্রবীণ ও নবীন ১১ চিত্র শিল্পীর ছবি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের উদ্যোগে। এ হাটে যে ১১ শিল্পীর ছবি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে তাঁরা হলেন, সাজেদুল ইসলাম, এজাজ এ কবির, জিয়াউল হাসান, দেবদাস কর্মকার, রেজাউল করিম, সুমন মিয়া, রাহুল ব্যানার্জী, মেহেদী হাসান, আশিকুজ্জামান চৌধুরী। টুকরো খবর নাটোর যুবলীগের দু’দিনের কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ ডিসেম্বর ॥ নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করতে না পারায় দু’দিনের কর্মসূচী ঘোষণা করেছে জেলা যুবলীগ। শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব অভিযোগ করে বলেন, যুবলীগ কর্মী সাব্বির, আব্দুলাহ ও সোহেল হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটকে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও প্রশাসন কোন কিছু করতে পারেনি। এ অবস্থায় সংবাদ সম্মেলনে আগামী শনিবার মানববন্ধন ও রবিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন তিনি। এসময় নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু ও পৌর যুবলীগের আহবায়ক সাঈম হোসেন উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশের ওপর হামলা ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামের জাহিদ হাসান ও ইমরান হোসেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মাদক মামলার আসামি নাসির ও কুদ্দুসকে গ্রেফতারের জন্য সদর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালায় এসআই মোমরেজসহ সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে দারোগাসহ পুলিশের অন্য সদস্যদের ওপর হামলা চালয় এবং আসামিরা পালিয়ে যায়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানায় এসআই মোমরেজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলা সদরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছাত্র নেয়ামত উল্লাহকে (১৬) ঢাকার গে-ারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া নেয়ামতকে বরিশালে আনার জন্য পুলিশের একটি টিম শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধ নিহত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ ডিসেম্বর ॥ বাড়িতে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ইটাইল গ্রামে এ ঘটনা ঘটে। কালাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা যায়, সকাল সাড়ে দশটায় আমজাদ হোসেনের বসতবাড়িতে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আনছার আলী ও তার ছেলে তরিকুল ইসলামের ঝগড়া বিবাদের একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হয়ে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। ছাত্রীর রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলায় সুমনা আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের শাহানগর এলাকার জাহিদুল ইসলামের কন্যা সুমনা স্থানীয় মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বিকেলে বাড়িতে তার পিতা ও মা কেউই ছিলেন না। সন্ধ্যায় ঘরে তার গলায় ফাঁস দেয়া লাশ পাওয়া যায়। মারধরে আহত প্রবাসীর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় ইমামুল হোসেন (৩০) নামে এক সৌদি প্রবাসী খুন হয়েছেন। তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীরা তাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তার বাবা ইউসুফ আলী বলেন, গত ৩০ নবেম্বর দুপুরে আমাদের প্রতিবেশী মৃত শমসের আলীর ছেলে নজরুল ইসলাম ও তার ছেলেরা গরু দিয়ে আমাদের ফসল নষ্ট করে দেয়। এর প্রতিবাদ করায় তারা আমার ছোট ছেলে সাইদুরকে মারধর করে। বগুড়ায় তীব্র শীত পড়েছে স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হঠাৎ তীব্র শীত পড়েছে। শুক্রবার ভোরে ঘন কুয়াশার আস্তরনে ঢেকে যায় শহর ও গ্রাম। বৃহস্পতিবার দিনের বেলাতেও বৈদ্যুতিক পাখা চালাতে হয়। গরম কাপড় চড়েনি। অনেকে টি-শার্ট পরেই ঘুরেছে। শুক্রবার সকালে হঠাৎ শীত ও হিমেল বাতাসে কাঁপতে থাকে মানুষ। শহর জেগে ওঠে সকাল দশটার পর। মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করে হেডলাইট জ্বালিয়ে। শীত নিবারণের উষ্ণ পোশাক পরেই ঘর থেকে বের হতে হয়। রেলস্টেশনের প্লাটফর্মে শীতার্ত মানুষদের দেখা যায়। তবে সকলের পরনেই ছিল শীত নিবারণের চাদর ও গরম কাপড়। শীত পড়ায় হকার্স মার্কেটও শুক্রবার আর বন্ধ থাকেনি। ডাকাতের লাশ বুঝে নিল স্ত্রী নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ ডিসেম্বর ॥ বন্দুক যুদ্ধে নিহত ডাকাত মনতাজের লাশ ময়নাতদন্ত শেষে তার স্ত্রী নাজমা আক্তারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গ থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশটি হস্তান্তর করে। এদিকে ঘটনার এক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর শুক্রবার দুপুর ২টা পর্যন্ত মনতাজের সহযোগী সবুজের মরদেহ বুঝে নিতে মর্গে আসেনি কেউ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে স্বামীর খোঁজে আসে নাজমা আক্তার। ময়নাতদন্ত চলছিল বিধায় তাকে লাশের সামনে নেয়া যায়নি। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার সকালে যমুনাপাড়ে শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। ইউনিয়ন পরিষদ ভবনে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, রজব আলী, আনোয়ার হোসেন ফারুক প্রমুখ। সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে সম্মিলিত প্রেসক্লাব উন্নয়ন পরিষদ প্রার্থী আবুল কালাম আজাদ সভাপতি ও আব্দুল বারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ ছাড়া যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ফারুক মাহবুবর রহমান, দফতর সম্পাদক আহসানুর রহমান রাজীব বিজয়ী হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে অসীম বরণ চক্রবর্তী, আশরাফুল ইসলাম খোকন, এবিএম মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন ও এম ঈদুজ্জামান ইদ্রিস জয়লাভ করেছেন। এছাড়া সহসভাপতি পদে কালিদাস কর্মকার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
×