ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শিশু গৃহকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৯, ১০ ডিসেম্বর ২০১৬

বাগেরহাটে শিশু গৃহকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দশ বছরের এক শিশু কাজের মেয়েকে হত্যার অভিযোগে চিতলমারীতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিনারা ওরফে মিমের হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাঠিপাড়া এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেন। জানা গেছে, উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র মোরসেল সরদারের ১০ বছরের শিশুকন্যা মিনারা খাতুন মিম অভাবের তাড়নায় ঢাকার ব্যাংকার রুহুল আমীন ও পলি দম্পতির বাসায় এক বছর আগে কাজ করতে যায়। গত বুধবার দুপুরে মিমের মা আনজিরা বেগম ফোনে জানতে পারেন তার মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে মিমের লাশ গ্রামের বাড়ি কাঠিপাড়া পৌঁছলে তার পরিবার ও এলাকাবাসী এটাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন। এ সময় এলাকাবাসী মিমের হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন। বিক্ষোভকারীরা জানান, শিশু মিম হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে ওই প্রভাবশালীরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। মিমের মা আনজিরা বেগম জানান, বুধবার সকালে মিমের সাথে তার ফোনে কথা হচ্ছিল। এ সময় মিম মা বলে জোরে চিৎকার দেয়। এরপরে ১২টার দিকে তার মৃত্যুর খবর আসে।
×