ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্তঃবিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণী প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৩৭, ১০ ডিসেম্বর ২০১৬

আন্তঃবিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণী প্রতিযোগিতা

‘নিম্ন মধ্যম আয়ের দেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নিত করা সম্ভব। যার জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্ব, ডিজিটাল এডুকেশন সিস্টেম, যানজট মুক্ত নগরী এবং নাগরিক সচেতনতা’। অর্থনীতি সম্পর্কিত আন্তঃবিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণী প্রতিযোগিতা ২০১৬ এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রকল্পে উঠে আসে এ বিষয়গুলো। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঊপড়হ চৎড়ফরমু ২.০’ শীর্ষক মাসব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং ইকোনমিস্ট ফোরাম (ইয়েফ)। এতে সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে মোট ষাটটি দল অংশগ্রহণ করে। দলগুলো প্রকল্পের আওতায় বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রদর্শন করেন বিচারকমণ্ডলীদের সামনে। গত ৪ ডিসেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে এ বছর চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ইকনওয়িস এবং রানারআপ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির টিম ফাইনালফ্লাশ। চ্যাম্পিয়ন টিমকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা এবং রানারআপ টিমকে ৫০ হাজার টাকা দেয়া হয়। একই সঙ্গে সেরা ছয় অংশগ্রহণকারী দলকে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসিতে নিয়োগের জন্য তালিকাভুক্ত করা হয়। চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সম্মানিত অতিথি ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিচালক ড. হাসান এইচ. মানসুর এবং বাংলাদেশ এনার্জি এ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সম্পাদক ড. আহমেদ কাইকাউস। Ñবিজ্ঞপ্তি
×