ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নান্দাইলে সহোদর হত্যা মামলা তদন্তেই ঘুরপাক খাচ্ছে

প্রকাশিত: ০৬:৩৬, ১০ ডিসেম্বর ২০১৬

নান্দাইলে সহোদর হত্যা  মামলা তদন্তেই  ঘুরপাক খাচ্ছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নান্দাইলে চাঞ্চল্যকর সহোদর স্বপন মিয়া ও তফাজ্জল হোসেন হত্যা মামলার তদন্তেই ঘুরপাক খাচ্ছে গত দুই বছর ধরে। এ নিয়ে মামলার বাদী ও তার পরিবার হতাশ হয়ে পড়েছে। অভিযোগ, পুলিশ আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সকালে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় খুন হয় সহোদর স্বপন মিয়া ও তফাজ্জল হোসেন। গার্মেন্টস কর্মী স্বপন মিয়া ঢাকায় ও রিক্সাচালক তফাজ্জল গাজীপুর থেকে ঈদে নান্দাইলের গ্রামের বাড়িতে বেড়াতে এসে এই হামলার শিকার হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকা- ঘটে। এই ঘটনায় স্বপনের স্ত্রী কমলা আক্তার বাদী হয়ে একই গ্রামের আবুল খায়েরের পুত্র হযরত আলী, আল মামুন, নূর মামুনসহ চিহ্নিত ১০ ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেন। এক মাসের মাথায় মামলার তদন্ত থানা পুলিশ থেকে সিআইডির ওপর ন্যস্ত হয়। তদন্তের পর এর ৩ মাসের মাথায় সিআইডি ১০ আসামির মধ্যে হযরত আলী, আল মামুন, নূর মামুন, আবুল খায়ের ও আবুল জহর এই ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে আদালতে। মামলায় আব্দুল গফুর, রূপচান, রিটন, ফরিদ মিয়া ও হিরন মিয়া এই ৫ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে সুপারিশ করে সিআইডি। এসময়ে মামলার প্রধান আসামি হযরত আলীকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। অভিযোগপত্রের ব্যাপারে বাদী আদালতে আপত্তি জানালে বিজ্ঞ আদালত মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেয়। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্ত করছে।
×