ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সম্মাননা

প্রকাশিত: ০৬:৩৫, ১০ ডিসেম্বর ২০১৬

বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সম্মাননা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ সেøাগান সামনে রেখে বরিশালে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আলোচনা সভা ও জেলা পর্যায়ে বিজয়ী জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার গাউস। বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম প্রমুখ। মাগুরা নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, শুক্রবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২২ সফল জয়ীতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদফতর এই সংবর্ধনা প্রদান করে। নীলফামারী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, ‘রঙিন পৃথিবী রঙিন আলো সকল নারী থাকুন ভালো’ স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে শুক্রবার জেলা পর্যায়ে পাঁচ এবং ৬ উপজেলায় পাঁচ জন করে মোট ৩৫ সফল নারীকে জয়ীতা আখ্যায়িত করে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং জয়ীতা অন্বেষণে বাংলাদেশ জেলা পর্যায় নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়ীতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। সংবর্ধনা সভায় জয়ীতাদের মধ্যে কানিজ ফারজানা, শিমুল সুলতানা হেপি, হাসিনা জামান, ফাতেমা জাহান রুনু ও সখিনা বেগম বক্তব্য রাখেন। নাটোর নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী নাসিমা বানু লেখা, মহিলা পরিষদের সভানেত্রী দিলারা বেগম পারুল। আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ ১০ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। পঞ্চগড় স্টাফ রিপোর্টার, পঞ্চগড় থেকে জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পঞ্চগড়ে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
×