ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনা নিষেধাজ্ঞা মোকাবেলায় মঙ্গোলিয়াকে সহায়তার আশ্বাস ভারতের

প্রকাশিত: ০৬:২৬, ১০ ডিসেম্বর ২০১৬

চীনা নিষেধাজ্ঞা মোকাবেলায় মঙ্গোলিয়াকে  সহায়তার আশ্বাস ভারতের

চীনের আরোপিত নিষেধাজ্ঞাজনিত সমস্যার মুখে মঙ্গোলিয়ার প্রতি সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়েছে ভারত। নয়াদিল্লী বলেছে, সে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ২০১৫ সালে প্রস্তাবিত ১০০ কোটি ডলারের আর্থিক সহায়তা কাজে লাগাতে মঙ্গোলিয়াকে সহায়তা করবে। তিব্বতী ধর্মীয় নেতা দালাই লামাকে আমন্ত্রণ করার প্রতিশোধ হিসেবে উলান বাটোরের ওপর চীন নিষেধাজ্ঞা আরোপ করে। নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুধুমাত্র বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমরা মঙ্গোলিয়ার জনগণের সঙ্গে তাদের এ কঠিন সময়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ২০১৫ সালের মে মাসে মঙ্গোলিয়া সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশ বিভিন্ন খাতে সহায়তা করবে বলে মঙ্গোলিয়ার নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দেন। আমরা ১০০ কোটি ডলার দানের কথা ঘোষণা করেছি। সেই ঋণ সহায়তাকে যাতে মঙ্গোলীয় নেতৃত্বের ধারণা অনুযায়ী দেশটির বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে কাজে লাগানো যায় সেই লক্ষ্যে আমরা সে দেশের সরকারের সঙ্গে কাজ করছি। কিন্তু ভারত মঙ্গোলিয়া-চীন বিরোধ থেকে সতর্কতার সঙ্গে দূরে রয়েছে। ভারত উল্লেখ করছে যে, মঙ্গোলিয়ার সঙ্কট ঋণ পরিশোধের চেয়ে বরং অন্যান্য কারণেই বেশি মাত্রায় দেখা দিয়েছে। মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গনচিগ গ্যানবোল্ড বলেন, ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ধর্মীয় সম্পর্ক রয়েছে। তিনি বলেন, চীনের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে ভারতের সরব হওয়া দরকার। কারণ যখন আমাদের দেশে তীব্র শীত পড়ছে তখন এ পদক্ষেপ আমাদের জনগণের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এখন নীরব থাকার অর্থ চীনকে এরূপ আচরণ করতে দেয়ারই নামান্তর। রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) প্রদীপ রাওয়াতের সঙ্গে কথা বলেন। কিন্তু ভারত মঙ্গোলিয়াকে কি ধরনের সহায়তা দিতে পারে তা স্পষ্ট নয়। মঙ্গোলিয়ার দু’বৃহৎ প্রতিবেশী হলো চীন ও রাশিয়া। -টাইমস অব ইন্ডিয়া
×