ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবরুদ্ধদের সরিয়ে নেয়ার সুযোগ দিতে হামলা সাময়িক বন্ধ

আলেপ্পোয় বড় অভিযানের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৬, ১০ ডিসেম্বর ২০১৬

আলেপ্পোয় বড় অভিযানের প্রস্তুতি

পূর্ব আলেপ্পো থেকে অবরুদ্ধ লোকজনকে বের হওয়ার সুযোগ দিতে সিরিয়ার সরকারী বাহিনী সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ কথা বলেছেন। বিদেশী সহায়তায় আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের অন্যতম ঘাঁটি পূর্ব আলেপ্পোয় প্রবেশ করায় বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়ার পাশাপাশি অবরুদ্ধ মানুষ এক প্রচ- আতঙ্কের মধ্যে রয়েছে। এদিকে সিরিয়ার স্থায়ী নৌঘাঁটি করার বিষয়ে মস্কো দামেস্কের কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে বলে জানা গেছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। সিরিয়ার সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র লড়াই চলছে। এর ফলে আলেপ্পোর সাধারণ লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। গত চার বছর এটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরীয় বাহিনীর হামলা বন্ধ রাখার কথা বললেও সেটি একেবারে পুরোপুরি বন্ধ হয়নি বরং থেকে থেকে গোলার আওয়াজ পাওয়া যাচ্ছে বলে ঘটনাস্থল থেকে এএফপি ও বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন। কয়েক সপ্তাহের সামরিক অভিযানের ফলে শহরের ৭৫ শতাংশ এখন সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে। শাসক বাশার আল আসাদ এরই মধ্যে একে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় জয় বলে অভিহিত করেছেন। জার্মানিতে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের এক ফাঁকে লাভরভ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আজ আমি আপনাদের জানাতে চাই যে, বেসামরিক জনসাধারণের বের হয়ে আসার সুবিধার্থে পূর্ব আলেপ্পোয় সিরিয়ার সরকারী বাহিনীর অভিযান আপতত বন্ধ রাখা হয়েছে। সেখানে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি চলছে।’ লাভরভ এমন এক সময় এ কথা জানালেন যখন ইতোমধ্যেই প্রাণভয়ে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়ে গেছে। অবরুদ্ধ নগরীতে এখনও প্রায় দেড় লাখের মতো মানুষ মৃত্যুর প্রহর গুনছে বলে স্থানীয় একটি কাউন্সিলের নেতা জানিয়েছেন। জাতিসংঘের হিসেবে গত কয়েক সপ্তাহের লড়াইয়ে সেখানে ৮শ’ থেকে সাড়ে ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। আলেপ্পোয় বিমান হামলার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, ‘পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বাস্তবে পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সিরিয়ার বিষয়ে আমরা যে নীতি অনুসরণ করছি, তা হলো রাশিয়া কী বলছে তা ভাল করে শোনা; একই সঙ্গে পরিস্থিতির ওপরও তীক্ষè দৃষ্টি রাখা।’ এর আগে পূর্ব আলেপ্পোর সর্বশেষ পরিস্থিতি নিয়ে লাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে বলে তার দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন। পূর্ব আলেপ্পো নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গ্রুপগুলো গত সপ্তাহে বেসামরিক লোকজনের বের হয়ে আসার সুবিধার্থে অস্ত্র বিরতির আহ্বান জানালেও আসাদ বাহিনী তাতে কান দেয়নি। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন দ্য মিস্তুরা বলেছেন, সিরিয়ায় ছয় বছর ধরে চলা যুদ্ধ বন্ধের এখনই সময়। তিনি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন। আলেপ্পো এক সময় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ছিল। ২০১১ সালে আসাদের বিরুদ্ধে গণআন্দোলন শুরুর পর শহরটি প্রায় বিরাণ হয়ে গেছে। এদিকে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দরে রাশিয়ার স্থায়ী নৌঘাঁটি স্থাপনের বিষয়ে দুই দেশের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ডিফেন্স এ্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান ভিক্টর ওজেরভ বুধবার বলেছেন, ‘আমি এ বিষয়ে যতটুকু জানি তা হলো বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে, এখন বাকি কেবল চুক্তির কাগজপত্র তৈরি হওয়া।’ রাশিয়া ১৯৭৭ সাল থেকে সিরিয়াকে বন্দরের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে আসছিল। তারতুস থেকে ৮৬ কিলোমিটার উত্তরে লাতাকিয়ায় এরই মধ্যে রাশিয়া একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করেছে।
×