ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধর্ম বর্ণ নির্বিশেষে পরিবর্তনের আভাস পাচ্ছি ॥ সাখাওয়াত

দল মতের উর্ধে এলাকাবাসী আমাকে ভোট দেবে ॥ আইভী

প্রকাশিত: ০৫:৫৫, ১০ ডিসেম্বর ২০১৬

দল মতের উর্ধে এলাকাবাসী আমাকে ভোট দেবে ॥ আইভী

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের দিন যতই এগুচ্ছে নির্বাচনী প্রচার ততই বাড়ছে। উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো সিটি এলাকায়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার চালাচ্ছেন। শুক্রবার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় আইভী বলেন, আমি আশা করি দলমত উর্ধে ওঠে নারায়ণগঞ্জবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দেবে এবং তাদের সেবা করার সুযোগ করে দেবে। এদিকে বিএনপি প্রার্থী সাখাওয়াত নগরী ও সিদ্ধিরগঞ্জে গণসংযোগ চালিয়েছেন। সাখাওয়াত হোসেন খান বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে একটা পরিবর্তনের আভাস পাচ্ছি। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত কোন ভোটারই মনে করছেন না যে ভোটের দিন কোন বিশৃঙ্খলা হবে। আওয়ামী দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে গণসংযোগের সময় সাংবাদিকদের বলেন, আমি মানুষের ব্যাপক সাড়া অবশ্যই পাচ্ছি। আমি দলমতের উর্ধে ওঠে মানুষের সঙ্গে কাজ করেছি। আশা করি দলমত উর্ধে ওঠে নারায়ণগঞ্জবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দেবে এবং তাদের সেবা করার সুযোগ করে দেবে। নির্বাচনী পরিবেশ খুবই উৎসবমুখর। আমি তো এখানে পরিবেশের অন্য কিছু দেখছি না। ডে বাই ডে কোন রকমের আশঙ্কা থাকে তবে বলব। পরিবেশ এখন পর্যন্ত খুবই ভাল আছে। উৎসবমুখর আমেজে মানুষ ভোট করছে। সুতরাং আমার কোন অভিযোগ নেই। যেহেতু এটি নির্বাচন। এই নির্বাচনে এ রকম হবেই। আমি কোন আচরণবিধি লঙ্গন করিনি। আমি গত ৫ বছর আগেও করিনি। এখনও করব না ইনশাল্লাহ। এই ছোটখাটো জিনিস কেন আমি করতে যাব? আচরণবিধি লঙ্গন করার অভ্যাস আমার নেই। ডাঃ সেলিনা হায়াত আইভী শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১০নং ওয়ার্ডের গোদনাইল ইবরাহিম টেক্সটাইল মিল, মীরপাড়া, গোদনাইলবাজার, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল, আরামবাগ, চিত্তরঞ্জন, রসুলবাগ, পাঠানটুলী রেললাইন এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। পরিবর্তনের আভাস পাচ্ছি- সাখাওয়াত ॥ বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খান শুক্রবার সকালে ১২নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন খুব সামনে এসে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী কাজ করছি। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। যেখানে যাচ্ছি ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। সিটি কর্পোরেশনে গত ১৩ বছর যাবত একজন ব্যক্তি ছিলেন, তিনি কাক্সিক্ষত উন্নয়ন করতে পারেননি। কোন ভোটারই মনে করছেন না যে ভোটের দিন বিশৃঙ্খলা হবেÑ রিটানিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকাদার ॥ রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার জন্য যে মূল নিয়ামক সেটি হচ্ছে এখানকার পৌনে ৫ লাখ ভোটার। আমরা মনে করছি যে নির্বাচনের দিন সময় এবং ভোটকেন্দ্র, কিভাবে তারা ভোট দিবেন, এসব বিষয় ভোটারদের জানানো প্রয়োজন। এজন্য আমরা ভোটার এডুকেশন শুরু করেছি। আমরা তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় আমাদের সহকারী রিটার্নিং অফিসার আছে ওনারা এই এডুকেশন প্রোগ্রাম করছেন। আজকে প্রায় ১শ’ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বলেছে পরিবেশ ভাল আছে। নারায়ণগঞ্জ এখন পোস্টারের নগরী সিটি নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পুরো মহানগরীতে পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছেন। অনেক প্রার্থীরা তাদের পোস্টার বৃষ্টি ও কুয়াশা থেকে রক্ষা করতে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছেন। পিতা-পুত্র ও সহোদর দু’ভাই কাউন্সিলর প্রার্থী ॥ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে পিতা হাজী মোঃ ইউনুছ মিয়া ও পুত্র ওমর ফারুক কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। পিতা ইউনুছ মিয়ার প্রতীক ‘লাটিম’ ও পুত্র ওমর ফারুকের প্রতীক ‘ঝুড়ি’। তবে পিতা ইউনুছ মিয়ার কোন পোস্টার নির্বাচনী মাঠে এখনও দেখা যায়নি। স্থানীয়রা বলছে, পিতা ইউনুছ মিয়া পুত্র ওমর ফারুকের ড্যামি প্রার্র্থী। তাই তিনি প্রচার করছেন না। তিনি পুত্রের পক্ষেই ভোট চাইছেন বলে জানা গেছে।
×