ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক অভিবাসন সম্মেলনে যোগ দিচ্ছেন ৫শ’ প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৫১, ১০ ডিসেম্বর ২০১৬

আন্তর্জাতিক অভিবাসন সম্মেলনে যোগ দিচ্ছেন ৫শ’ প্রতিনিধি

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্বজুড়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে আজ শনিবার থেকে তিন দিনব্যাপী ঢাকায় নবম আন্তর্জাতিক অভিবাসন সম্মেলনের উদ্বোধন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। বিশ্বের প্রায় ৮০টি দেশ ও ৩০টি আন্তর্জাতিক সংস্থার সাড়ে ৫ শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। এছাড়া এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫জন মন্ত্রী যোগ দিচ্ছেন। অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ফোরাম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) ঢাকায় এই সম্মেলনের আয়োজন করছে। জিএফএমডির বর্তমান চেয়ার বাংলাদেশ। গত বছর অক্টোবর মাসে জেনেভাভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাটির এক শীর্ষ সম্মেলনের মধ্যে দিয়ে বাংলাদেশ চেয়ারম্যান পদটি পেয়েছে। তারপর থেকেই বাংলাদেশে জিএফএমডির শীর্ষ সম্মেলন আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়। শনিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, গ্লোবাল মাইগ্রেশন গ্রুপের চেয়ার লক্ষীপুরী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসে সুইং, সিভিল সমাজের প্রতিনিধি কলিন রাঝা প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় দিন ১১ ডিসেম্বর অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে ৬টি গোলটেবিল বৈঠক হবে। এছাড়া ওইদিন একটি প্ল্যানারি অধিবেশনের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন। অভিবাসন সম্মেলনের শেষ দিন ১২ ডিসেম্বর একটি বিশেষ অধিবেশন, একটি প্ল্যানারি অধিবেশন ও সমাপনী অধিবেশন হবে। সমাপনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বক্তব্য রাখবেন। তবে আজ শনিবার থেকে মূল অনুষ্ঠান উদ্বোধন হলেও গত বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সেন্টারে দুই দিনব্যাপী নাগরিক প্রতিনিধিদের নিয়ে প্রাথমিক অধিবেশন শুরু হয়েছে। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিবাসীদের বিষয়ে আলোচনা করেছেন। সে আলোচনার সুপারিশ মূল সম্মেলনে তুলে ধরা হবে। এদিকে সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার জিএফএমডির আয়োজক কমিটি। জিএফএমডির শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় বিভিন্ন দেশের সাড়ে ৫ শতাধিক প্রতিনিধি যোগ দেবেন। এখানে অভিবাসনের বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। সম্মেলনের সাইড লাইনে জনশক্তি আমদানিকারক দেশের প্রতিনিধিদের সঙ্গে কর্মী পাঠানোর ব্যাপারে সমঝোতা করার সুযোগ থাকবে। কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন প্যাকেজ নিয়েও সেসব দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে। এছাড়া ফোরামের চেয়ারম্যান হিসেবে বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গ্রহণযোগ্যতাও বাড়বে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসনÑ এ তিনটিকে মূল ধরে এবারের সম্মেলনে ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। অভিবাসন খরচ, মানুষে মানুষে যোগাযোগ, অভিবাসীদের গন্তব্য, অভিবাসীদের স্বার্থরক্ষা, সাংঘর্ষিক পরিস্থিতি ও দুর্যোগের সময় কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে। মূলত নিরাপদ অভিবাসনের জন্য করণীয় এমন বিষয়গুলো নিয়ে এ সম্মেলনে আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
×