ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওকে সংবর্ধনা

প্রকাশিত: ০২:৪১, ৯ ডিসেম্বর ২০১৬

নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল সেন্ট মেরিস ক্যাথিড্রালে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তার হাতে মানপত্র তুলে দেন ফ্লোরেন্স ডি ক্রুজ। সংবর্ধনা শেষে ছিলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, এতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণিল। সংবধর্না অনুষ্ঠানে প্যাট্রিক ডি’রোজারিও বলেন, আজ আমরা আনন্দিত, উল্লাসিত, কারণ সৃষ্টিকর্তা বাংলাদেশকে আশীর্বাদিত করেছেন। পোপ ফ্রান্সিস বাংলাদেশ থেকে কার্ডিনাল নিয়োগ দান করে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে সম্মানিত করেছেন। বিশ্ব এখন বাংলাদেশের কার্ডিনালের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের ও জাতি গোত্রের সৌভ্রতৃত্বপূর্ণ সহাবস্থান জানতে ও বুঝতে পারবে। কলকাতার আর্চবিশপ ডি’সুজা বলেন, কার্ডিনাল প্যাট্রিক হলেন আমাদের বাংলা ভাষাভাষিদের গৌরব। তিনি এখন বিশ্বের অধ্যাতিক নেতা। আমরা সবাই তাঁকে নিয়ে গর্বিত। পোপ মহোদয় তাঁকে কার্ডিনাল হিসেবে নিযুক্ত করে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। আমরা বিশ্বাস করি তিনি হয়ে উঠবেন এ দেশের শান্তির দূত। প্রসঙ্গত, বিশ্বের কাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীর প্রধান পোপ ফ্রান্সিস গত ১৯ নবেম্বর ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসিকে কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন। তিনিই বিশ্বের প্রথম বাঙালি ধর্মযাজক, যিনি ধর্মীয় এতো বড় পদ লাভ করেন। কার্ডিনালদের বলা হয় ভ্যাটিকান রাষ্ট্রের ‘রাজপুত্র’। কারণ কার্ডিনালদের মধ্য থেকেই ১.২ বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টান ধর্মীয় প্রধান পোপ নির্বাচিত হন। কার্ডিনালগণই পোপ নির্বাচন করেন। ভ্যাটিকান রাষ্ট্রের আইন অনুযায়ী, যেসব কার্ডিনালের বয়স ৮০ বছর পূর্ণ হয়নি শুধু তারাই পোপ নির্বাচনে ভোট প্রদান করতে পারেন। কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও আগামীতে নতুন পোপ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি তিনিও পোপ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন, বর্তমানে তার বয়স ৭৩ বছর ৩ মাস চলছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহার রিজভী, বাংলাদেশে ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, আহরতালার বিপশ লোমেন, বারইপুরের বিশপ সালবাদোর লভো প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও শতাধিক ফাদার সিস্টার-ব্রাদার ও খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ওই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
×